
নান্দনিক এর পথ চলার এক বছর “বিশ্বজোড়া আবৃত্তি শিল্পীদের মুখপত্র ” এই স্লোগান নিয়ে এক বছর আগে যাত্রা শুরু করেছিল নন্দনিক। এই সময়ে নান্দনিক এর সম্পাদক ও প্রকাশক শুক্লা রায় সকল পাঠক, আবৃত্তি শিল্পী ও শুভাকাঙ্খীদের প্রতি কৃতঙ্গতা প্রকাশ করে, এবং ভবিষ্যতে নান্দনিক এর পাশে থাকার জন্য অনুগ্রহ করে।