‘নান্দনিক’ এর শুভ পথচলায়
সংস্কৃতিপ্রেমীদের ভালোবাসা

   ‘নান্দনিক’ এর শুভ পথচলায় অংশ নিয়েছিলেন নিউইয়র্কের আবৃত্তি শিল্পীদের অনেকেই

আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে পথচলা শুরু করেছে আবৃত্তি শিল্পীদের জন্য ওয়েবসাইট নান্দনিক। এ উপলক্ষ্যে শনিবার (১৩ জানুয়ারি, ২০২৪) নিউইয়র্কের উডসাইডের একটি মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।   

তীব্র ঠাণ্ডা উপেক্ষা করেই অনেকে সেখানে উপস্থিত হন। ছিলেন বীরমুক্তিযোদ্ধা, আবৃত্তি শিল্পী, কবি ও সংস্কৃতিপ্রেমী স্বজনেরা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানটির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শিল্পী ক্রিষ্টিনা লিপি রোজারিও, সুতপা মণ্ডল, তাহরিনা পারভীন প্রীতি ও নাসিম বানু চাপার সঙ্গে উপস্থিত সবাই এতে কণ্ঠ মেলান।  

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানটির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান

এরপর www.nandonik.org এই ওয়েবসাইটের সম্পাদক ও প্রকাশক শুক্লা রায় মঞ্চে আসেন। তিনি উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে ভিডিও প্রজেকটরের মাধ্যমে ওয়েবসাইটের বিভিন্ন দিক সম্পর্কে তুলে ধরেন। শুক্লা রায় বলেন, “কেবলমাত্র আবৃত্তি শিল্পীদের জন্য এই ওয়েবসাইটটি নির্মাণ করা হয়েছে। এতে বিষয়বৈচিত্র্য আছে; আর সুশৃঙ্খলভাবে সাজানো হয়েছে সবকিছু। সামনের দিনগুলোয় এই ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আবৃত্তি শিল্পীদের মধ্যে সংযোগ সেতু তৈরির জন্য কাজ করবে নান্দনিক।” এ সময় ভিডিওতে ধারণকৃত ‘নান্দনিক সম্পাদীয়’ প্রদর্শন করা হয়।   

অনুষ্ঠানে ‘নান্দনিক’ ওয়েবসাইটের বিভিন্ন দিক সম্পর্কে তুলে ধরেন এর সম্পাদক ও প্রকাশক শুক্লা রায়

অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন স্বাধীনতা পুরস্কার বিজয়ী কবি নির্মলেন্দু গুণ ও একুশে পদক বিজয়ী আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়। নান্দনিক এর পথচলার এই আয়োজনে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম। আরও শুভেচ্ছা জানান সাহিত্য একাডেমি নিউইয়র্কের পরিচালক মোশারফ হোসেন, দি অপটিমিস্টের চেয়ারম্যান মিনহাজ আহমেদ শাম্মু, সাংবাদিক ও তথ্যচিত্র নির্মাতা সাগর লোহানী, বিশিষ্ট ব্যবসায়ী চন্দন সেনগুপ্ত, কমিউনিটির বিশিষ্টজন প্যাট্টিক রোজারিও ও কবি বেনজীর শিকদার।  

অনুষ্ঠানে আবৃত্তি করেন  শিল্পীরা। এতে যোগ দিয়েছিলেন নিউইয়র্কের সংস্কৃতিপ্রেমীদের অনেকে

অনুষ্ঠানে আবৃত্তি করেন শিরীন বকুল, আবির আলমগীর, গোপন সাহা, সীতেশ ধর, ক্লারা রোজারিও, সাবিনা নীরু, শান্তা শ্রাবনী, এজাজ আলম, সেমন্তী ওয়াহেদ, সুমন শামসুদ্দীন, তাহরিনা পারভীন প্রীতি ও পারভীন সুলতানা। অনুষ্ঠানে দুই শিশু রাবিয়া সাবির ও আজমাইন স্বপ্নীল আবৃত্তি করে সবার মাঝে মুগ্ধতা ছড়ায়।   

অনুষ্ঠানের শেষ পর্বে তাজুল ইমাম, ক্রিষ্টিনা লিপি রোজারিও ও এজাজ আলম সঙ্গীত পরিবেশন করেন। তবলায় ছিলেন স্বপন দত্ত, সাউন্ড ও মঞ্চ ব্যবস্থাপনায় ছিলেন রিচার্ড রিকি গোমেজ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন লেখক, সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা শামীম আল আমিন। সার্বিক সহযোগিতায় ছিলেন রজত নাগ, আমিরুল ইসলাম কামাল, জলি সাহা , বিজন চৌধুরী, বিশ্বজিৎ সেনগুপ্ত,জয়া চৌধুরী এবং মোঃ মহিবুল ইসলাম। 

বীরমুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিল্পী তাজুল ইমাম অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, “বিশ্বজোড়া আবৃত্তি শিল্পীদের মুখপত্র” এই শ্লোগান নিয়ে যাত্রা শুরু করা নান্দনিক এখন সবার জন্য উন্মুক্ত। নান্দনিক এর সঙ্গে যোগাযোগের জন্য nandonik21.org@gmail.com এই ইমেইল ঠিকানাটি দেয়া হয়েছে।  

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হচ্ছে ২৪ মে

নিউইয়র্ক প্রতিনিধি প্রবাসের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবের নাম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৪ মে শুক্রবার থেকে

বাকি অংশ »

কবিতা, গান আর উৎসবে সাফল্য উদযাপন

নিউইয়র্ক প্রতিনিধি বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়া ত্রিশজনকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে নিউইয়র্কে। প্রতি বছরের মতো এবারও ভিন্নধর্মী এমন অনুষ্ঠানের

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হচ্ছে ২৪ মে

নিউইয়র্ক প্রতিনিধি প্রবাসের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবের নাম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৪ মে শুক্রবার থেকে

বাকি অংশ »

কবিতা, গান আর উৎসবে সাফল্য উদযাপন

নিউইয়র্ক প্রতিনিধি বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়া ত্রিশজনকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে নিউইয়র্কে। প্রতি বছরের মতো এবারও ভিন্নধর্মী এমন অনুষ্ঠানের

বাকি অংশ »
Scroll to Top