নান্দী

এসো, ছিনিয়ে নি আমার স্বাধীনতা
কথা বলবার স্বাধীনতা,
অক্ষরের ডান পাশে অক্ষর বসিয়ে
শব্দগুলো তৈরী করবার স্বাধীনতা
জীবনের স্তোত্র রচনার স্বাধীনতা
অর্থবহ এবং যুক্তির
জ্যোতির্ময় উচ্চারণ করবার স্বাধীনতা।
ফুল কিংবা পাখি
কিংবা জাহাজের মতো দৃশ্যমান আর
স্পর্শগ্রাহ্য কিছু উক্তি করবার সেই স্বাধীনতা
এসো, আমরা সবল হাতে ছিনায়ে নি,
উচ্চারণ করি ‘স্বাধীনতা’।

না, কোন বন্দনা নয় বাণীর দেবীকে,
না, কোন গ্রহণ নয় দূরের নিকটে
না, কোন নিভৃত ধ্যান পড়ার টেবিলে
না, কোন নিঃসঙ্গ যুদ্ধ নিজের ভেতরে।

আমার অগ্রজ যত কবিকে এখন
আমার সপক্ষে যত যোদ্ধাকে এখন
আমার অস্থিতে যত বজ্রকে এখন
আমার ঘৃণায় যত বিষকে এখন
আমার হৃদয়ে যত প্রীতিকে এখন
আমার অস্তিত্বে যত ক্ষতকে এখন
এই ভরা অন্ধকারে মনে মনে ডাকি,
‘এসো কবি, এসো যোদ্ধা, এসো বজ্র, এসো
এসো বিষ, এসো প্রীতি, সেরে তোল ক্ষত,
মানুষকে কবি করো, এসো এসো এসো
কবিকে মানুষ করো, এসো আজ এসো।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

আমি

আমারই চেতনার রঙে পান্না হল সবুজ,
চুনি উঠল রাঙা হয়ে ।
আমি চোখ মেললুম আকাশে,
জ্বলে উঠল আলো
পুবে পশ্চিমে ।
গোলাপের দিকে চেয়ে বললুম

বাকি অংশ »

ক্ষেত মজুরের কাব্য




মুগর উঠছে মুগর নামছে

ভাঙছে মাটির ঢেলা,

আকাশে মেঘের সাথে সূর্যের

জমেছে মধুর খেলা।



 ভাঙতে ভাঙতে বিজন মাঠের

কুয়াশা গিয়েছে কেটে,

কখন শুকনো মাটির তৃষ্ণা

শিশির

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »
Scroll to Top