আজ বসন্তে এসেছে এক নীল প্রজাপতি দিন
এবং তাদের ডানায় ডানায় বিক্ষোভ
তাদের ডানায় অমিশ্রিত বর্ণ
যদি ত্বরায় না যায় সে, মেটাবে তাদের ঋণ
এই ফুলগুলো উড়ে এবং গান গায়
এখন রয়ে গেছে তার পরিত্রাণের আকাঙ্ক্ষায়
বাতাসের সঙ্গে লেগে থাকে তারা
এপ্রিল কদর্যে হয়ে যায় সারা