পল্লী স্মৃতি

বহুদিন পরে আজি মনে পড়ে
পল্লী ময়ের কোল,
ঝাউশাখে সেথা বনলতা বাঁধি
হরষে খেয়েছি দোল
কুলের কাটার আঘাত লইয়া
কাঁচা পাকা কুল খেয়ে,
অমৃতের স্বাদ যেন লভিয়াছি
গাঁয়ের দুলালী মেয়ে
পৌষ পার্বণে পিঠা খেতে বসে
খুশীতে বিষম খেয়ে,
আরো উল্লাস বাড়িয়াছে মনে
মায়ের বকুনি পেয়ে।
চৈত্র নিশির চাঁদিমায় বসি’
শুনিয়াছি রূপকথা,
মনে বাদিয়াছে সুয়ো-দুয়ো রাণী
দুখিনি মায়ের ব্যথা।
তবু বলিয়াছি মার গলা ধরে,
মাগো, সেই কথা বল,
রাজার দুলালে পাষাণ করিতে
ডাইনী করে কি ছল!
সাতশ’ সাপের পাহারা কাটায়ে
পাতালবাসিনী মেয়ে,
রাজার ছেলেরে বাঁচায়ে কি করে
পৌঁছিল দেশে যেয়ে।
কল্পপূরীনি স্বপনের কাঠি
বুলাইয়া শিশু চোখে
তন্দ্রদোলায় লয়ে যেত মোরে
কোথা দূর ঘুমলোকে।
ঘুম হতে জেগে বৈশাখী ঝড়ে
কুড়ায়েছি ঝরা আম
খেলার সাথীরা কোথা আজ তারা?
ভুলিয়াও গেছি নাম।
নববর্ষার জলে অবগাহি কভু
পুলকিত মন
গান গাহিয়াছি মল্লার রাগে
বাদলের ধারা সনে;
শিশির সিক্ত শেফালী ফুলের
ঘন সৌরভে মাতি’
শারদ প্রভাতে সখীগণ সাথে
আনিয়াছি মালা গাঁথি’।
পল্লী নদীর জলে ভাসাইয়া
মোচার খেলার তরী,
কাঁদিয়া ফিরেছি সাঁঝের আলোতে
পুতুল বিদায় করি’।
আগামী দিনের আশা-ভরসার
কত না মধুর ছবি
ফুটিয়া উঠিছে আঁখির পাতায়
ডুবেছে যখন রবি।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

এক গাঁয়ে

আমরা দুজন একটি গাঁয়ে থাকি।সেই আমাদের একটিমাত্র সুখ।তাদের গাছে গায় যে দোয়েল পাখিতাহার গানে আমার নাচে বুক।তাহার দুটি পালন-করা ভেড়াচরে

বাকি অংশ »

আমি কোনো আগন্তুক নই আহসান হাবীব

আসমানের তারা সাক্ষীসাক্ষী এই জমিনের ফুল, এইনিশিরাইত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষীসাক্ষী এই জারুল জামরুল, সাক্ষীপুবের পুকুর, তার ঝাকড়া ডুমুরের ডালে

বাকি অংশ »

মাতৃভূমি, কী যেন তোমার নাম ছিলো?

পাঠ্যবই থেকে অপমানে ঝরে পড়েগৌরবের পঙক্তিমালা—৭ই মার্চ প্রশ্ন করে ২৬শে মার্চকেতুমি কি শুনতে পাওজনসমুদ্রে জোয়ারের ধ্বনি?বাংলার বধির পাহাড়ওলজ্জায় নত হয়,সাগরের

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হচ্ছে ২৪ মে

নিউইয়র্ক প্রতিনিধি প্রবাসের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবের নাম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৪ মে শুক্রবার থেকে

বাকি অংশ »

কবিতা, গান আর উৎসবে সাফল্য উদযাপন

নিউইয়র্ক প্রতিনিধি বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়া ত্রিশজনকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে নিউইয়র্কে। প্রতি বছরের মতো এবারও ভিন্নধর্মী এমন অনুষ্ঠানের

বাকি অংশ »
Scroll to Top