অতীতকালে থাকতো না মাছ, গরিব লোকের পাতে।
বাঁচতো গরিব কাঁচালংকা-পেঁয়াজ-পান্তাভাতে।
খুব বড়জোড় জুটতো সাথে জল টলোমল ডাল
তাতেই গরিব গাপুস গুপুস সাবড়ে দিতো থাল।
মাছ বলতে জুটতো কেবল ছোট্ট চুনো-পুঁটি
একটি কিংবা দু’টি।
সব বড় মাছ ধনীর ছিলো, রুই-কাতলা সব
মাছ বাজারের হৈ-হল্লায় ধনীর কলরব।
কিনতো তাঁরা চিতল-বোয়াল-গলদা চিংড়িগুলো
ছোট মাছেই তুষ্ট ছিলো গরিব লোকের চুলো।
সব বড় মাছ ধনীর পাতে করতো হুটোপুটি
গরিব খেতো সব ছোট মাছ খুব বড়োজোর পুঁটি।
এই দুনিয়ায় কত্তো রকম অবাক কাণ্ড ঘটে!
বুক চিতিয়ে দাঁড়ায় পুঁটি নতুন দৃশ্যপটে!
সময় এখন পালটে গেছে পালটে গেছে রীতি
পুঁটির প্রতি ধনীর এখন অবিশ্বাস্য প্রীতি।
এখন পুঁটির দাম বেড়েছে পুঁটির বাজার চড়া
গরিব লোকের পাতে এখন দেয় না পুঁটি ধরা।
পুঁটি এখন খুব দামি মাছ তুচ্ছ সে নয় মোটে
আজ বাজারের সব পুঁটি মাছ ধনীর ভাগ্যে জোটে।
এখন তাঁদের খুব প্রিয় মাছ ঝা চকচকে পুঁটি!
পায় না গরিব একটি কিংবা দুটি…!
ইচ্ছা
মনারে মনা কোথায় যাস?বিলের ধারে কাটব ঘাস। ঘাস কি হবে?বেচব কাল,চিকন সুতোর কিনব জাল। জাল কি হবে?নদীর বাঁকেমাছ ধরব ঝাঁকে