প্রচলিত ছড়া
হাট্টিমা টিম্ টিম্
হাট্টিমা টিম্ টিম্তারা মাঠে পাড়ে ডিম্!তাদের খাড়া দুটো শিং,তারা হাট্টিমা টিম্ টিম্।
কমলা ফুলি
কমলাফুলি কমলাফুলি,কমলালেবুর ফুলকমলাফুলির বিয়ে হবে কানে মোতির দুলকমলাফুলির বিয়ে দেখতে যাবেফলার খাবে চন্দনা আর টিয়ে,কোথায় থাকো কমলাফুলি ?‘সিলেট আমার ঘর’টিয়ে
ঘুম পাড়ানী মাসি পিসি
ঘুম পাড়ানী মাসি পিসিমোদের বাড়ী এসোখাট নাই পালং নাইচোখ পেতে বস,বাটা ভরা পান দেবগাল ভরে খেয়ো,খোকার চোখে ঘুম নাইঘুম দিয়ে
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
বৃষ্টি পড়ে টাপুর টুপুরনদে এল বান,শিব ঠাকুরের বিয়ে হলতিন কন্যা দান।এক কন্যে রাঁধেন বাড়েনএক কন্যে খান,এক কন্যে ঘুস্যা করেবাপের বাড়ি
আয়রে আয় টিয়ে
আয়রে আয় টিয়েনায়ে ভরা দিয়েনা’ নিয়ে গেল বোয়াল মাছেতাই না দেখে ভোদড় নাচেওরে ভোদড় ফিরে চাখোকার নাচন দেখে যা।
গোল করোনা গোল করোনা
গোল করোনা গোল করোনাখোকন ঘুমায় খাটেসেই ঘুমকে কিনতে হবেনবাব বাড়ির হাটে।সোনা নয় রূপা নয়দিলাম মতির মালাতাইতে খোকন ঘুমিয়ে আছেঘর করে
এক দুই তিন
এক দুই তিনতাক ধিনা ধিন ধিনচার পাঁচ ছয়নাই কোন ভয়সাত আট নয়হবে হবেই বিজয়আট নয় দশছড়াবে নাম যশ।
আম পাতা জোড়া জোড়া
আম পাতা জোড়া জোড়ামারব চাবুক চড়ব ঘোড়াওর বুবু সরে দাঁড়াআসছে আমার পাগলা ঘোড়া ।পাগলা ঘোড়া ক্ষেপেছেচাবুক ছুঁড়ে মেরেছে ।
নোটন নোটন পায়রাগুলি
নোটন নোটন পায়রাগুলিঝোটন বেঁধেছেওপারেতে ছেলেমেয়েনাইতে নেমেছে।দুই ধারে দুই রুই কাতলাভেসে উঠেছেকে দেখেছে কে দেখেছেদাদা দেখেছেদাদার হাতে কলম ছিলছুঁড়ে মেরেছেউঃ বড্ড