প্রচলিত ছড়া
ভোঁদড়ের বিয়ে
দোল দোল দোলকিসের এত গোল ?ভোঁদড় আসছে বিয়ে করেসঙ্গে হাজার ঢোল।থামলো ঢোলের রবনিরব হল সব।
আমরা দুটি ভাই
আমরা দুটি ভাইশিবের গাজন গাইএকটি দুইটি পয়সা পেলেবাড়ী ফিরে যাইঠাকমা গেছেন গয়া কাশীদুগডুগি বাজাইএকটি দুইটি পয়সা পেলেবাড়ী ফিরে যাই।
আইকম বাইকম তাড়াতাড়ি
আইকম বাইকম তাড়াতাড়িযদু মাস্টার শ্বশুরবাড়িরেল কাম ঝমাঝমপা পিছলে আলুর দম
খোকা ঘুমালো পাড়া জুড়ালো
খোকা ঘুমালো পাড়া জুড়ালোবর্গী এলো দেশে।বুলবুলিতে ধান খেয়েছেখাজনা দেবো কিসে?ধান ফুরুল, পান ফুরুলখাজনার উপায় কী?আর কটা দিন সবুর কররসুন বুনেছি।
খােকা গেছে মাছ ধরতে
খােকা গেছে মাছ ধরতেক্ষীর নদীর কূলে,ছিপ নিয়ে গেল কলা ব্যাঙেমাছ নিয়ে গেল চিলে।
খোকা যাবে শ্বশুর বাড়ি
খোকা যাবে শ্বশুর বাড়িসঙ্গে যাবে কে?ঘরে আছে হুলো বেড়ালকোমর বেঁধেছে।
খোকন খোকন করে মায়
খোকন খোকন করে মায়খোকন গেছে কাদের নায়?সাতটা কাকে দাঁড় বায়খোকন রে তুই ঘরে আয়।
আতা গাছে তোতা পাখি
আতা গাছে তোতা পাখিডালিম গাছে মউ,কথা কও না কেন বউ ?কথা কব কী ছলে,কথা কইতে গা জ্বলে !
ওপেনটি বায়োস্কোপ
ওপেনটি বায়োস্কোপ,নাইন-টেন টেস্কোপসুলতানা-বিবিআনা,সাহেব বাবুর বৈঠক খানাবৈঠক খানায় গিয়ে,পান-সুপারি খেয়েপানের আগা মরিচ বাটা,স্প্রিংয়ে ছবি আকাযার নাম রেণুমালা,তাকে দিব মুক্তার মালা ।
আকাশ জুড়ে মেঘ করেছে
আকাশ জুড়ে মেঘ করেছে, সুজ্জি গেলো পাটেখুকু গেছে জল আনতে পদ্ম দীঘির ঘাটে।পদ্ম দীঘির কালো জলে হরেক রকম ফুল,হাঁটুর নীচে
বুলবুলি গো বুলবুলি
বুলবুলি গো বুলবুলিএকাই খাবে কুল গুলি?আমায় কটা দাও না ভাইআমারতো আর আঁকশি নাই?দাদা তো দেয় ধমকিয়েপালাই ভয়ে চমকিয়ে।দিদি তো আর