প্রবর্তকের ঘুর-চাকায়

যায় মহাকাল মূর্ছা যায়
প্রবর্তকের ঘুর-চাকায় ।
যায় অতীত
কৃষ্ণ-কায়
যায় অতীত
রক্ত-পায়-
যায় মহাকাল মূর্ছা যায়
প্রবর্তকের ঘুর-চাকায়!
প্রবর্তকের ঘুর-চাকায়!

যায় প্রবীণ
চৈতি-বায়,
আয় নবীন
শক্তি আয়।
যায় অতীত
যায় পতিত,

‘আয় অতিথ,
আয় রে আয় –’

বৈশাখী-ঝড় সুর হাঁকায় –
প্রবর্তকের ঘুর-চাকায় !
প্রবর্তকের ঘুর-চাকায়!

ওই রে দিক-
চক্রেকার
বক্রপথ
ঘুর-চাকার!
ছুটছে রথ,
চক্র-ঘায়
দিগ্বিদিক
মূর্ছা যায়!
কোটি রবি শশী ঘুর-পাকায়
প্রবর্তকের ঘুর-চাকায় !
প্রবর্তকের ঘুর-চাকায়!

ঘোরে গ্রহ তারা পথ-বিভোেল, –
‘কাল’-কোলে ‘আজ’ খায় রে দোল!

আজ প্রভাত
আনছে কায়,
দূর পাহাড়-
চূড় তাকায়।
জয়-কেতন
উড়ছে কার
কিংশুকের
ফুল-শাখায় ।
ঘুরছে রথ,
রথ-চাকায়
রক্ত-লাল
পথ আঁকায়।
জয়-তোরণ
রচছে কার
ওই ঊষার
লাল আভায়,
প্রবর্তকের ঘুর-চাকায় !
প্রবর্তকের ঘুর-চাকায়!

গর্জে ঘোর
ঝড় তুফান,
আয় কঠোর
বর্তমান।
আয় তরুণ
আয় অরুণ
আয় দারুণ,
দৈন্যতায়!
ভয় কি আয়!
ঐ মা অভয়-হাত দেখায়
রামধনুর
লাল শাঁখায়।
প্রবর্তকের ঘুর-চাকায় !
প্রবর্তকের ঘুর-চাকায়!

বর্ষ-সতী-স্কন্ধে ঐ
নাচছে কাল
থই তা থই
কই সে কই
চক্রধর,
ওই মায়ায়
ছিন্ন কর
খণ্ড কর।
শব-মায়ায়
শিব যে যায়
ওই মায়ায় –
প্রবর্তকের ঘুর-চাকায় !
প্রবর্তকের ঘুর-চাকায়!

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

আত্মত্রাণ

বিপদে মোরে রক্ষা করো,এ নহে মোর প্রার্থনা-বিপদে আমি না যেন করি ভয়।দুঃখতাপে ব্যথিত চিতেনাই বা দিলে সান্ত্বনা,দুঃখে যেন করিতে পারি

বাকি অংশ »

বাংলাদেশ

নমঃ নমঃ নমঃ বাঙলা দেশ মমচির-মনোরম চির-মধুর।বুকে নিরবধি বহে শত নদীচরণে জলধির বাজে নূপুর॥ শিয়রে গিরি-রাজ হিমালয় প্রহরীআশিস্-মেঘবারি সদা তাঁর

বাকি অংশ »

পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতারবিলে,আকাশ থেকে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হচ্ছে ২৪ মে

নিউইয়র্ক প্রতিনিধি প্রবাসের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবের নাম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৪ মে শুক্রবার থেকে

বাকি অংশ »

কবিতা, গান আর উৎসবে সাফল্য উদযাপন

নিউইয়র্ক প্রতিনিধি বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়া ত্রিশজনকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে নিউইয়র্কে। প্রতি বছরের মতো এবারও ভিন্নধর্মী এমন অনুষ্ঠানের

বাকি অংশ »
Scroll to Top