যে মেয়েটির চোখের দিকে তাকিয়ে
আমি পথ ভুল করেছিলাম
প্রথম পরিচয়ে সে আমাকে বলল
তুমি কী আমাকে চেনো?
বললাম, তোমার চোখ দুটো এতো সুন্দর!
সে বলল, বাসায় এসো একদিন, বরিশাল।
বললাম গান জানো?
বলল- শোনাতে পারি, রবীন্দ্রনাথ।
বললাম আমার দেশ ভারতবর্ষ।
সে আমাকে বলল, তার বাংলা ভাষা।
তখন আমার মাকে ভীষণ মনে পড়ছে।
মনে পড়ছে, আমার বোনের ছোট্ট
বাবাই এর আধো আধো ডাক, ‘মাম-মা।’
আমি কেমন করে তখন বলি,
তাকে নিয়ে স্বপ্ন আমার ভোরের সূর্য অবধি।
কী করে বলি, ভালোবাসি তার দুটি চোখ!
বাংলাভাষার কথা শুনলেই, মায়ের
মুখটা এমন মনে পড়ে।
খিড়কি
খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের