বাংলা কবিতা নিয়ে নিউইয়র্কে
অনন্য আয়োজন ‘পড়শি কাব্য’

নিউইয়র্কে হয়ে গেলো বাংলা কবিতা নিয়ে অনন্য ও অনবদ্য এক আয়োজন ‘পড়শি কাব্য’। গত ৬ জানুয়ারি (শনিবার) বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা) ও রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র যৌথভাবে ভীন্নধর্মী এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে নিউইয়র্কের কবিদের কবিতা আবৃত্তি করেন আবৃত্তি শিল্পীরা। ছিল শিশু কিশোরদের চমৎকার অংশগ্রহণ।

উডসাইডের পিএস ১২ মিলনায়তনে আয়োজিত এবারের অনুষ্ঠানে ফিচার পোয়েট ছিলেন বীরমুক্তিযোদ্ধা, কবি ও শিল্পী তাজুল ইমাম। সাবিনা নীহার নীরুর সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিশজন কবিতার কবিতা আবৃত্তি করা হয়। কবিরা হলেন সোনিয়া কাদের, শামস আল মোমিন, কাজী আতিক, হোসাইন কবির, বেনজির শিকদার, ভায়লা লিজা, মিশুক সেলিম, সুমা রোজারিও, রাজিয়া নাজমী, দেওয়ান নাসের রাজা, তমিজউদ্দিন লোদী, ছন্দা বিনতে সুলতান, লায়লা ফারজানা, শাহীন দিলওয়ার, রওশন হাসান, আনোয়ার সেলিম, এ বি এম সালেহ উদ্দিন, খুকু আহমেদ, আল ইমরান সিদ্দিকী ও আহমেদ ছহুল। তাদের কবিতা আবৃত্তি করেন সুমন শামসুদ্দিন, মুমু আনসারী, শুক্লা রায়, আহসান হাবিব, তাহরীনা পারভীন প্রীতি, ছন্দা বিনতে সুলতান, ক্লারা রোজারিও, পিংকি চৌধুরী, পাপড়ি বড়ুয়া ও মৃদুল আহমেদ।

এ ছাড়া অনুষ্ঠানে মনজুর কাদের, শাম্স চৌধুরী রুশো, খালেদ শরফুদ্দীন এবং মামুন জামিলের লেখা ছড়া আবৃত্তি করে হল ভর্তি দর্শককে মুগ্ধ করেছে চার শিশু আবৃত্তি শিল্পী। তারা হচ্ছে শ্রদ্ধা সাহা, জুনাইরা ইসলাম, আনিশা হোসাইন ও সাহিতা তয়ি নবী।

অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিপা’র শিশুশিল্পীদের অসাধারণ পরিবেশনা আসরকে বর্ণিল করে তোলে। বিপা’র তিন সংগঠক এ্যানি ফেরদৌস, সেলিমা আশরাফ ও নিলোফার জাহান, রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্রের মিশুক সেলিম, জী এইচ আরজু, আনোয়ার সেলিম ও আবু সাইদ রতনের প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলভাবে আয়োজিত হয়। মঞ্চসজ্জায় ছিলেন আকতার আহমেদ রাশা। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে ‘পড়শী কাব্য’ শিরোনামের অনুষ্ঠানটি নিয়মিত আয়োজন করা হবে। প্রতি পর্বে থাকবেন একজন করে ফিচার পোয়েট।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হচ্ছে ২৪ মে

নিউইয়র্ক প্রতিনিধি প্রবাসের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবের নাম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৪ মে শুক্রবার থেকে

বাকি অংশ »

কবিতা, গান আর উৎসবে সাফল্য উদযাপন

নিউইয়র্ক প্রতিনিধি বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়া ত্রিশজনকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে নিউইয়র্কে। প্রতি বছরের মতো এবারও ভিন্নধর্মী এমন অনুষ্ঠানের

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হচ্ছে ২৪ মে

নিউইয়র্ক প্রতিনিধি প্রবাসের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবের নাম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৪ মে শুক্রবার থেকে

বাকি অংশ »

কবিতা, গান আর উৎসবে সাফল্য উদযাপন

নিউইয়র্ক প্রতিনিধি বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়া ত্রিশজনকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে নিউইয়র্কে। প্রতি বছরের মতো এবারও ভিন্নধর্মী এমন অনুষ্ঠানের

বাকি অংশ »
Scroll to Top