বাহান্ন তে গর্জে উঠে
ছাত্র মজুর চাষা
জিন্নাহ জখন এলান দিলো
উর্দু হবে ভাষা
তাগড়া তরুণ যুবক তখন
বোতাম খোলা বুকে
প্রতিবাদে মুখর হয়ে
এলান দিলো রুখে
কাঁদানে গ্যাস লাঠির বাড়ি
মুহুর্মুহু গুলি
তরুণরা দেয় বুক চিতিয়ে
আগলে মায়ের বুলি
সন্তানেরে করতে গিয়ে
মায়ের ভাষার কাছছাড়া
নিষ্ঠুরতার শেষ দেখাল
পাক হারামির বাচ্চারা
সামলে নিয়ে অন্য ভাষার
আক্রমণের ধকল
বাঙালী নেয় অবশেষে
মায়ের ভাষার দখল
একাত্তরে ঈশান কোণে
মেঘ জমেছে আবার
পাক হানারা যুক্তি করে
ভীম লেলিহান থাবার
ছাত্র যুবক রাখল বাজী
নিজের জীবন টাকে
যুদ্ধে গেলো লক্ষ তরুণ
শেখ মুজিবের ডাকে
আঁধার শেষে আলোক এলো
যুদ্ধ হলো শেষ
তিরিশ লক্ষ প্রাণের দামে
আমরা পেলাম দেশ
বাহান্নতে বাংলা পেলাম
একাত্তরে দেশ
সজল সফল শস্য শ্যামল
সোনার বাংলাদেশ
একুশে ফেব্রুয়ারি
একুশ আমার বোনের দুঃখমায়ের চোখের জল। একুশ আমার ভায়ের রক্তচির-সমুজ্জ্বল। একুশ আমার পিতার আক্রোশপুত্রের তাজা খুন। একুশ আমার অস্তিত্বের রথবাংলাদেশের