বাংলা ভাষার বাংলাদেশ

বাহান্ন তে গর্জে উঠে
ছাত্র মজুর চাষা
জিন্নাহ জখন এলান দিলো
উর্দু হবে ভাষা
 
তাগড়া তরুণ যুবক তখন
বোতাম খোলা বুকে
প্রতিবাদে মুখর হয়ে
এলান দিলো রুখে
 
কাঁদানে গ্যাস লাঠির বাড়ি
মুহুর্মুহু গুলি
তরুণরা দেয় বুক চিতিয়ে
আগলে মায়ের বুলি
 
সন্তানেরে করতে গিয়ে
মায়ের ভাষার কাছছাড়া
নিষ্ঠুরতার শেষ দেখাল
পাক হারামির বাচ্চারা
 
সামলে নিয়ে অন্য ভাষার
আক্রমণের ধকল
বাঙালী নেয় অবশেষে
মায়ের ভাষার দখল
 
একাত্তরে ঈশান কোণে
মেঘ জমেছে আবার
পাক হানারা যুক্তি করে  
ভীম লেলিহান থাবার
 
ছাত্র যুবক রাখল বাজী
নিজের জীবন টাকে
যুদ্ধে গেলো লক্ষ তরুণ
শেখ মুজিবের ডাকে
 
আঁধার শেষে আলোক এলো
যুদ্ধ হলো শেষ
তিরিশ লক্ষ প্রাণের দামে
আমরা পেলাম দেশ
 
বাহান্নতে বাংলা পেলাম
একাত্তরে দেশ
সজল সফল শস্য শ্যামল
সোনার বাংলাদেশ

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

একুশে ফেব্রুয়ারি

একুশ আমার বোনের দুঃখমায়ের চোখের জল। একুশ আমার ভায়ের রক্তচির-সমুজ্জ্বল। একুশ আমার পিতার আক্রোশপুত্রের তাজা খুন। একুশ আমার অস্তিত্বের রথবাংলাদেশের

বাকি অংশ »

এই অক্ষরে

এই অক্ষর যেন নির্ঝরছুটে চলা অবিরামযেন কিছু তারা দিচ্ছে পাহারাআকাশেতে লিখে নাম।অক্ষরগুলি চায় মুখ তুলিঅন্তরে জাগে গান,শিখি তার কাছে অজানাযা

বাকি অংশ »

ফেব্রুয়ারির গান

দোয়েল কোয়েল ময়না কোকিলসবার আছে গানপাখির গানে পাখির সুরেমুগ্ধ সবার প্রাণ। সাগর নদীর ঊর্মিমালারমন ভোলানো সুরনদী হচ্ছে স্রোতস্বিনীসাগর সমুদ্দুর। ছড়ায়

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হচ্ছে ২৪ মে

নিউইয়র্ক প্রতিনিধি প্রবাসের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবের নাম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৪ মে শুক্রবার থেকে

বাকি অংশ »

কবিতা, গান আর উৎসবে সাফল্য উদযাপন

নিউইয়র্ক প্রতিনিধি বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়া ত্রিশজনকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে নিউইয়র্কে। প্রতি বছরের মতো এবারও ভিন্নধর্মী এমন অনুষ্ঠানের

বাকি অংশ »
Scroll to Top