বাঙালি, একটি ফিনিক্সপাখি

আমরা বাহান্নতে মরেছি দলে দলে,

আমরা একাত্তরে মরেছি ঝাঁকে ঝাঁকে,

আমরা পঁচাত্তরে মরেছি সপরিবারে।



প্রতিটি মৃত্যুর পর আমরা আবার জেগে উঠেছি,

যেভাবে জেগে ওঠে একটি ফিনিক্সপাখি,
অগ্নিদগ্ধ ভস্ম থেকে।



জাতির স্বপ্ন দেখার ভার যখন স্বপ্নভঙ্গের হাতে,

বিপ্লবের ধ্বজা যখন ধ্বজভঙ্গের হাতে,

তখন স্বপ্ন আর বিপ্লবের ধ্বংসাবশেষের ওপর দাঁড়িয়ে

বিপ্লবীদের বিধ্বস্ত করাই বাঙালির বিপ্লব!



যেসব বিপ্লবী জাতিকে পিতৃহীন করার বিপ্লবে নেমেছিল পঁচাত্তরে,

আজ পিতৃহীন হয়েছে তাদের সন্তানেরা,

আর কেউ কেউ প্রহর গুনছে মৃত্যুর অপেক্ষমাণ তালিকায়!



পরাজিত শক্তি যখন হেঁটে বেড়ায় বিজয়ীর বেশে,

যখন ফুলেরা কাঁদে, হায়েনারা হাসে;

যখন মানুষ ঘুমায়, পশুরা জাগে;

তখন আমার ঠিকানায় আসে সেই পুরনো পত্র,

তখন আমার কানে ভাসে সেই পুরনো ছত্র —

”এ বা রে র সংগ্রাম আমাদের মু ক্তি র সংগ্রাম!

এ বা রে র সংগ্রাম স্বা ধী ন তা র সংগ্রাম!
জ য় বাং লা!”

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

স্বাধীনতা বাঙালির

দেখি নাই আমি নেতাজি সুভাষ,মাও সে-তুং ,লেনিন।দেখা হয় নাই বীর ক্ষুদিরাম অথবা সূর্যসেন।দেখেছি কেবল শাসন – শোষণে মানুষ যে নির্জীবদেখেছি

বাকি অংশ »

এক গাঁয়ে

আমরা দুজন একটি গাঁয়ে থাকি।সেই আমাদের একটিমাত্র সুখ।তাদের গাছে গায় যে দোয়েল পাখিতাহার গানে আমার নাচে বুক।তাহার দুটি পালন-করা ভেড়াচরে

বাকি অংশ »

আমি কোনো আগন্তুক নই আহসান হাবীব

আসমানের তারা সাক্ষীসাক্ষী এই জমিনের ফুল, এইনিশিরাইত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষীসাক্ষী এই জারুল জামরুল, সাক্ষীপুবের পুকুর, তার ঝাকড়া ডুমুরের ডালে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top