বাড়ছে দাম
অবিরাম
চালের ডালের তেলের নুনের
হাঁড়ির বাড়ির গাড়ির চুনের
আলু মাঙ্গা বালু মাঙ্গা,
কাপড় কিনতে লাগে দাঙ্গা,
উঠছে বাজার হু-হু করে সব কিছুর-
আঁকের শাকের কাঠের পাটের আম লিচুর
খাওয়ার জিনিস শোয়ার জিনিস-
পরার জিনিস মরার জিনিস-
কিছু ছোঁয়ার সাধ্যি নাই
ঘাটতি কেবল যেদিক চাই
অভাব শুধু নাই মানুষের-
চাই কত মণ, চাই কত সের,
আণ্ডা চাও বাচ্চা চাও
জোয়ান বুড়ো-আসল ফাও
চাহিদা নাই মানুষগুলার
কেবলি তার পড়ছে বাজার।
আমি
আমারই চেতনার রঙে পান্না হল সবুজ, চুনি উঠল রাঙা হয়ে । আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পুবে পশ্চিমে । গোলাপের দিকে চেয়ে বললুম