বিশিষ্ট দুই আবৃত্তি শিল্পী
একুশে পদকে ভূষিত

বাংলা ভাষার বিশিষ্ট দুই আবৃত্তি শিল্পী এবার একুশে পদকে ভূষিত হয়েছেন। তারা হলেন খান মো. মুস্তফা ওয়ালীদ (শিমুল মুস্তফা) ও রূপা চক্রবর্তী। গত ১৩ ফেব্রুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ২০২৪ সালের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে।  

এ ছাড়া ভাষা ও সাহিত্যে একুশে পদক পেয়েছেন কবি রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর), মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন ও মিনার মনসুর।  ভাষা আন্দোলন, শিল্পকলা সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবার মোট ২১ বিশিষ্ট নাগরিককে এই পদক দেওয়া হচ্ছে। এর মধ্যে ছয় জন মরণোত্তর এই সম্মাননা পাচ্ছেন। 

পদকের জন্য মনোনীত বিশিষ্টজনদের মধ্যে অন্যান্যরা হলেন, ভাষা আন্দোলনে মৌ. আশরাফুদ্দীন আহমদ (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর)। শিল্পকলার সংগীতে জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর) ও শুভ্র দেব। নৃত্যকলায় শিবলী মহম্মদ। অভিনয়ে ডলি জহুর ও এমএ আলমগীর। চিত্রকলায় শাহজাহান আহমেদ বিকাশ। 

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ে কাওসার চৌধুরী। সমাজসেবায় মো. জিয়াউল হক ও আলহাজ রফিক আহামদ। আর শিক্ষায় অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু একুশে পদক পেতে যাচ্ছেন। 

আবৃত্তি বিষয়ক ওয়েবসাইট ‘নান্দনিক’ এর পক্ষ থেকে এবার একুশে পদক বিজয়ী আবৃত্তি শিল্পী, কবি ও অন্য বিশিষ্টজনদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হচ্ছে ২৪ মে

নিউইয়র্ক প্রতিনিধি প্রবাসের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবের নাম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৪ মে শুক্রবার থেকে

বাকি অংশ »

কবিতা, গান আর উৎসবে সাফল্য উদযাপন

নিউইয়র্ক প্রতিনিধি বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়া ত্রিশজনকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে নিউইয়র্কে। প্রতি বছরের মতো এবারও ভিন্নধর্মী এমন অনুষ্ঠানের

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হচ্ছে ২৪ মে

নিউইয়র্ক প্রতিনিধি প্রবাসের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবের নাম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৪ মে শুক্রবার থেকে

বাকি অংশ »

কবিতা, গান আর উৎসবে সাফল্য উদযাপন

নিউইয়র্ক প্রতিনিধি বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়া ত্রিশজনকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে নিউইয়র্কে। প্রতি বছরের মতো এবারও ভিন্নধর্মী এমন অনুষ্ঠানের

বাকি অংশ »
Scroll to Top