বৃষ্টি এলেই 

বৃষ্টি এলেই তোমার চুলে খানিক ভুলে গন্ধ নেব,
তোমার ঠোঁটেই খুঁজব নেশা, নিকোটিনটা বন্ধ দেব।
বেহিসেবি হাটবাজারে, ছেড়েই দেব দামাদামি,
বৃষ্টি এলেই বদলে যাব, আবার হব তোমার আমি।

বৃষ্টি এলেই কিনে নেব, এই পৃথিবীর সবটা নদী,
মাতাল ঢেউয়ে পাতাল ছোঁব, একটু কাছে এলেই যদি।
কাজল জলে ভাসুক না চোখ, তবুও ডেকো একটু কাছে,
বৃষ্টি এলেই বুকের জলে, অশ্রুগুলো মোছার আছে।

বৃষ্টি এলেই তোমার বুকে, মেঘের মতই কাঁদব দেখ,
জমিয়ে রাখা সবটা প্রেমে, আমায় তবু জড়িয়ে রেখ।
নীল শাড়ীটার আঁচল জুড়ে, তুমিই না হয় আকাশ হলে,
বৃষ্টি এলেই এই আমি ঠিক, ভিড়েই যাব মেঘের দলে।

বৃষ্টি এলেই ভাঙল ছাতা, নীল পলিথিন উড়েই গেল,
মাতাল হাওয়ায় নিভল আলো, মেঘের জলে জীবন এলো।
লুকিয়ে থাকা সকল কথা, এই এ বেলা কাব্য হলো,
বৃষ্টি এলেই সবটা তুমি, আর কি নিয়ে ভাববো বলো!

বৃষ্টি এলেই তোমার চুলে খানিক ভুলে গন্ধ নেব,
তোমার ঠোঁটেই খুঁজব নেশা, নিকোটিনটা বন্ধ দেব।
বেহিসেবি হাটবাজারে, ছেড়েই দেব দামাদামি,
বৃষ্টি এলেই বদলে যাব, আবার হব তোমার আমি।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »

কৃপণ

আমি ভিক্ষা করে ফিরতেছিলেমগ্রামের পথে পথে,তুমি তখন চলেছিলেতোমার স্বর্ণরথে।অপূর্ব এক স্বপ্ন-সমলাগতেছিল চক্ষে মম-কী বিচিত্র শোভা তোমার,কী বিচিত্র সাজ।আমি মনে ভাবেতেছিলেম,এ

বাকি অংশ »

এক গাঁয়ে

আমরা দুজন একটি গাঁয়ে থাকি।সেই আমাদের একটিমাত্র সুখ।তাদের গাছে গায় যে দোয়েল পাখিতাহার গানে আমার নাচে বুক।তাহার দুটি পালন-করা ভেড়াচরে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top