ব্রততী বন্দ্যোপাধ্যায়

বর্তমান বসবাস: কলকাতা, ভারত

যোগাযোগের তথ্য
টেলিফোন নম্বর:
ইমেইল :

সংক্ষিপ্ত তথ্য:
ব্রততী বন্দ্যোপাধ্যায় ‍বা ব্রততী ব্যানার্জী বাংলা ভাষার একজন বিশিষ্ট আবৃত্তি শিল্পী। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকুমার রায় এবং শঙ্খ ঘোষের কবিতা আবৃত্তির জন্য বিশেষভাবে পরিচিত। ব্রততী বন্দ্যোপাধ্যায় কলকাতার একটি শহরতলী হৃদয়পুরে জন্মগ্রহণ করেন। বেথুন কলেজিয়েট বিদ্যালয়ে তার শিক্ষাজীবন শুরু হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতির উপর ১ম শ্রেণীতে স্নাতোকত্তর ডিগ্রী অর্জন করেন তিনি। প্রথাগত শিক্ষা শেষে অর্থনীতির চর্চা, চাকরি আর আবৃত্তি-এই তিনের মধ্যে বেছে নিয়েছিলেন আবৃত্তিকে। আবৃত্তিচর্চার শুরু শৈশবে, বাড়িতে বাবা-মা’র তত্ত্বাবধানে। প্রথম একক অনুষ্ঠান করনে ১৯৯৬ সালের ডিসেম্বরে ‘এক সন্ধ্যায় একা ব্রততী’ শিরোনামে। এ ছাড়াও বেশ কিছু একক অনুষ্ঠান হয়েছে তার। প্রকাশিত হয়েছে বহু অ্যালবাম। তার উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে রয়েছে ”চিরসখা”, “হিপ হিপ হুররে”,  ”ফাগুন হাওয়া” ”প্রেমের বাদল নামিলো”, ”ব্রততী বন্দ্যোপাধ্যায় কবিতা সংগ্রহ (খন্ড:০১-০৬)” এবং ”আমি সেই মেয়ে”। তিনি তৈরি করেছেন নিজস্ব আবৃত্তিচর্চা কেন্দ্র। আবৃত্তি প্রশিক্ষণে যুক্ত আছেন বেশ কয়েকটি স্কুলে। “শুধু আবৃত্তির জন্য” “কবিতার পাঠশালা”সহ আবৃত্তি বিষয়ক তার কয়েকটি বই রয়েছে। ২০০৯ সালে তিনি “রঙ্গীন গৌধূলী” নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেন। দেশ বিদেশে অসংখ্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তিনি আবৃত্তি করেছেন। তিনি “সারথি” নামে একটি বাঙ্গালী গ্রুপের সদস্য।

শেয়ার করুনঃ

Scroll to Top