ভালো আছি

ভিড়ের মধ্যে নিজেকে মৃত দেখলাম
এক লাশ, যে আমাকে বলতে বলল:
ভালো আছি
বয়সের তুলনায় বড়বেশি ভালো আছি
রফা করছি খাদ্য ও পানীয়ের সঙ্গে,
নির্বাসন দিয়েছি ক্রোধ এবং উত্তেজনা
ঔষধ আর অবলম্বনের আপোষে
ভালো আছি
উচ্চরক্তচাপ-মধুমেহ-যকৃৎ-অন্ত্র থেকে
হৃদযন্ত্র-বাত-স্নায়ু ইত্যাদি-ইত্যাদির
গায়ে-গায়ে সেঁটে থাকা কলহ থেকে
ভালো আছি

মৃত আমাকে শুয়ে থাকতে দেখলাম ভেলায়
যে আমাকে বলতে বলল:
ভালো আছি
কাঠের হিসেবে বাড়াবাড়ি ভালো আছি
বর্ষা লেগে গেলে যেমন জলের কীর্তন
তেমন গাছের গোড়ায়ও ঢল
আম-জাম, কাঁঠাল-কদম, জামরুল-মেহগনি
কাকে রেখে কাকে ভাসাই
আর যেখানে কিনা কদলী সম্বল
ভালো আছি

কফিনে ভালো আছি
ভালো আছি ভেলায়
মৃত্যু নিয়ে ভালো থাকার জন্য
প্রতিদিন সংখ্যায় বাড়ছি
মৃতদের মধ্যে আছি
ভালো আছি।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

বালিকা ও আমি

বালিকা ফুল ভালোবাসে। আমি ভালোবাসি প্রজাপতি, পাখার রঙিন ঢেউ, সোনালি রেণু- বালিকা চঞ্চল হয়, হাওয়ায়-হাওয়ায় ওড়ে পাহাড়ে, সবুজ ঘাসের নিচে

বাকি অংশ »

কেবল যাবার থাকে

কণ্ঠলগ্ন সাপ তুমি বেড়ে উঠো ধীরেবয়স বাড়ার মতো,লতায় পাতায় ঢাকো গেরুয়া জমিন জোড়া বৃক্ষের আকার—ঢাকো দিন, রাত-দিন একাকার করে দাও

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »
Scroll to Top