ভাস্বর বন্দ্যোপাধ্যায়

বর্তমান বসবাস: ঢাকা, বাংলাদেশ

যোগাযোগের তথ্য
টেলিফোন নম্বর:
ইমেইল :

সংক্ষিপ্ত তথ্য:
ভাস্বর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের একজন খ্যাতিমান আবৃত্তি শিল্পী, সাংবাদিক, শিক্ষাবিদ ও অভিনেতা। তিনি বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রথম সভাপতি ছিলেন। বাংলাদেশের স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র ও গণমাধ্যম বিষয়ে অধ্যাপক তিনি। ভাস্বর বন্দ্যোপাধ্যায় খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা লোহিত কান্তি বন্দ্যোপাধ্যায় এবং মাতা দেবী বন্দ্যোপাধ্যায়। তার পিতা আবৃত্তিকার, নাট্য অভিনেতা ও নাট্য নির্দেশক ছিলেন। পিতার প্রভাবে তিনিও আবৃত্তি শুরু করেন। বিদ্যালয়ে ও বিভিন্ন অনুষ্ঠানে আবৃত্তি করতেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি সাংবাদিকতার সাথে যুক্ত হন। তিনি ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে ভর্তি হন। এরপর ভারত সরকারের বৃত্তি নিয়ে দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামায় পড়তে যান। সেখান থেকে সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। দিল্লি থেকে কলকাতায় গিয়ে তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে নাটক বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ১৯৮২ সালে দেশে ফিরে তিনি আবৃত্তি ফেডারেশন গড়ে তোলেন। ১৯৮৫ সালে তিনি তার নিজ সংগঠন ‘কথা’ আবৃত্তি চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। ১৯৮৮ সালের ১৪ এপ্রিল বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ প্রতিষ্ঠা করেন। পরের বছরই এই পরিষদের উদ্যোগে প্রথম জাতীয় আবৃত্তি উৎসবের আয়োজন করেন তিনি। ‘ছিটকিনি’ নামে একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। আবৃত্তিসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বই লিখেছেন। শিল্পকলার আবৃত্তি শাখায় অবদানের জন্য তিনি ২০২১ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদকে ভূষিত হন।

শেয়ার করুনঃ

Scroll to Top