মাতৃভূমি, কী যেন তোমার নাম ছিলো?

পাঠ্যবই থেকে অপমানে ঝরে পড়ে
গৌরবের পঙক্তিমালা—
৭ই মার্চ প্রশ্ন করে ২৬শে মার্চকে
তুমি কি শুনতে পাও
জনসমুদ্রে জোয়ারের ধ্বনি?
বাংলার বধির পাহাড়ও
লজ্জায় নত হয়,
সাগরের লোনা জলে
স্থায়ী হয় নীল অবসাদ।
ইথারে ভাসছে মন্ত্র,
ঘুম ভাঙানিয়া গান-
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’
বাংলার পাখিরাও জানে
জানে মেঘ, জানে ফুল,
জানে জ্যোৎস্নাপ্লাবিত ঘাস,
সবুজ-উদ্যান-
কাকভোরে ঘন কুয়াশায়
কে হবেন প্রথম মুয়াজ্জিন?
মাইক্রোফোনে কখন ধ্বনিত হবে
অলীক আজান;
দিশেহারা বেভুল পথিক
সেজদায় যাওয়ার আগে
অকম্মাৎ বলে ওঠে-
আল্লার-ওয়াস্তে আমাদের মাফ করুন!
মাতৃভূমি, কী যেন তোমার নাম ছিলো?
তোমার বিকৃত লাশের গায়ে লাল অক্ষরে
কারা যেন লিখে গেছে চির বিদায় স্টোর।
লোবানের তীব্র গন্ধ আর কাফনের আচ্ছাদনে
ঢাকা পড়ে গেছে
আমাদের চোখ, নাক, কান…
বিশ্বাস করুন কারো কণ্ঠস্বর আমরা শুনিনি
কোন মার্চ আমাদের জীবনে আসেনি!
প্রতিদিন নীরবে সেলাই হয়ে যাচ্ছে
আমাদের স্বপ্ন, স্মৃতি, আত্মপরিচয়..

প্রিয় নেতৃবৃন্দ,
ইতিহাসের কালো কফিনে
শেষ পেরেকটি ঠোকার আগে
মুক্তবাতাসে আমাদের একটু
নিঃশ্বাস নিতে দিন।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

এক গাঁয়ে

আমরা দুজন একটি গাঁয়ে থাকি।সেই আমাদের একটিমাত্র সুখ।তাদের গাছে গায় যে দোয়েল পাখিতাহার গানে আমার নাচে বুক।তাহার দুটি পালন-করা ভেড়াচরে

বাকি অংশ »

আমি কোনো আগন্তুক নই আহসান হাবীব

আসমানের তারা সাক্ষীসাক্ষী এই জমিনের ফুল, এইনিশিরাইত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষীসাক্ষী এই জারুল জামরুল, সাক্ষীপুবের পুকুর, তার ঝাকড়া ডুমুরের ডালে

বাকি অংশ »

নিষিদ্ধ জার্নাল থেকে

ভোরের আলো এসে পড়েছে ধ্বংসস্তূপের ওপর।রেস্তোরাঁ থেকে যে ছেলেটা রোজপ্রাতরাশ সাজিয়ে দিত আমার টেবিলেরাস্তার মোড়ে তাকে দেখলাম শুয়ে আছে রক্তাপুত

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হচ্ছে ২৪ মে

নিউইয়র্ক প্রতিনিধি প্রবাসের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবের নাম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৪ মে শুক্রবার থেকে

বাকি অংশ »

কবিতা, গান আর উৎসবে সাফল্য উদযাপন

নিউইয়র্ক প্রতিনিধি বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়া ত্রিশজনকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে নিউইয়র্কে। প্রতি বছরের মতো এবারও ভিন্নধর্মী এমন অনুষ্ঠানের

বাকি অংশ »