মানুষ বড় অভিমানী 

মানুষ বড় অভিমানী প্রাণী
সে চায়,তার মন খারাপ হলে
প্রিয় মানুষটাকে না বললেও
সে বুঝে ফেলুক।
ফোন করে খানিক ম্লান গলায়
‘হ্যালো’ বলতেই ওপারের মানুষটা বলুক,
‘তোমার মন খারাপ?’

তার এলোমেলো চুল, খানিকটা লাল চোখ দেখে
বলুক, ‘তোমার ঘুম হয় নি রাতে? দুঃস্বপ্ন দেখছ?
টেনশন করছ কিছু নিয়ে?’

সে চায়, মানুষটা বুঝুক,
কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয়,
চোখের সামনে আলতো করে হাত ছুঁইয়ে
বন্ধ করে দিতে হয় চোখের পাতা।

সে চায়, মানুষটা বুঝুক,
কখন হাতের মুঠোয় হাত রাখতে হায়,
ফিসফিসিয়ে বলতে হয়, ‘আমিতো আছিই।
তবে? মন খারাপ কেন?’

সে চায়, মাঝরাত্তিরে সে টের পাক,
পাশের মানুষটা তার মাথার নিচের
সরে যাওয়া বালিশটা ঠিক করে দিচ্ছে।
শেষ রাতে যখন খানিক হিম নামে,
তখন জড়িয়ে দিচ্ছে ওম চাদরে।

সে চায়, মানুষটা মনে রাখুক তার জন্মদিনের কথা,
প্রথম দিনের কথা,স্পর্শ ও অনুভূতির কথা।

সে চায়, তাকে ছুঁয়ে দেখতে গিয়ে কেউ
মিথ্যে মিথ্যে অজুহাত বানাক।
কেউ কপাল ছুঁয়ে বলুক,
‘দেখি, দেখি, তোমার জ্বর নয় তো?

অভিমানে দূরে সরে যেতে চাইতেই কেউ
বলুক, ‘খানিক ভুল করেছি বলেই দূরে সরে
যেতে হবে? তবে এই যে এতো ভালোবাসি,
তাতে আরও কাছে আসা যায় না?
আরও আরও কাছে? অনেক অনেক কাছে?’

মানুষ বড় অভিমানী প্রাণী
তারা দুজনই কেবল ভাবে, এসবই ওই মানুষটা করুক।
ওই অন্য মানুষটা।

কিন্তু শেষমেশ করা হয় না কারোই।
তাই কাছে আসার রঙ্গিন দিনেরা
ক্রমাগত দূরে যাওয়ার ধূসর,
বিবর্ণ গল্প হয়।

মানুষ বড্ড অভিমানী প্রাণী
অভিমানে সে ক্রমশই দূরে চলে যায়।
বুকে পুষে রাখে এক সমুদ্র আক্ষেপ।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

আমি একদিন নিখোঁজ হবো

আমি একদিন সন্ধ্যা হবঅন্ধকারে হারিয়ে ফেলে খুঁজবে যখনবটের ধারে ধানসিঁড়িদের কান্না হবো।মাঝির হঠাৎ অবাক ভুলে বৈঠা হারা নায়ের মতনআমিও অমন

বাকি অংশ »

সমর্পণ

আমায় দিও জল,জল ধরতে তোমার অমনশুভ্র করতল।আমায় দিও নদী,বেহিসেবী ভেসে যাওয়ারইচ্ছে নিরবধি।একটা আকাশ দিও,তার বিনিময় এই জনমেরহিসেব সকল নিও।নীল জোছনাও

বাকি অংশ »

বৃষ্টি এলেই 

বৃষ্টি এলেই তোমার চুলে খানিক ভুলে গন্ধ নেব,তোমার ঠোঁটেই খুঁজব নেশা, নিকোটিনটা বন্ধ দেব।বেহিসেবি হাটবাজারে, ছেড়েই দেব দামাদামি,বৃষ্টি এলেই বদলে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হচ্ছে ২৪ মে

নিউইয়র্ক প্রতিনিধি প্রবাসের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবের নাম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৪ মে শুক্রবার থেকে

বাকি অংশ »

কবিতা, গান আর উৎসবে সাফল্য উদযাপন

নিউইয়র্ক প্রতিনিধি বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়া ত্রিশজনকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে নিউইয়র্কে। প্রতি বছরের মতো এবারও ভিন্নধর্মী এমন অনুষ্ঠানের

বাকি অংশ »
Scroll to Top