মুখোমুখি দাঁড়াবার এইতো সময়,
শত্রু কে চিনে গেছে অমিত মানুষ,
হৃদয় জেনেছে ঠিক কতোটা পচন—
মুখোমুখি দাঁড়াবার এইতো সময়।
বুঝেছে জীবন তার কোথায় খলন
কোন সেই ভুল ছিলো বিশ্বাসে, বোধে,
কোন সেই প্রতারক ছিলো তার প্রভু—
মুখোমুখি দাঁড়াবার এইতো সময়।
ফুলের ঘাতক খোঁজে ফুলের পোষাক
মাংশাসী পাখি তার লুকোয় নখর,
লাঙল জেনেছে তার শ্রমে কার লাভ
রাজপথ জেনে গেছে কারা কাঁদে রাতে—
পোড়া ভিতে পোড়ে কোন নিস্ব জীবন।
পিষ্ট পৃথিবী তোলে পাথরের ভার,
কর্কশ হাত টানে সময়ের রশি।
কালো-ম্লান মানুষেরা জাগে দরোজায়
মুখোমুখি দাঁড়াবার এইতো সময়॥