মুজিবের মুখ মানে বাঙালির মুখ
মুজিবের মুখ মানে বাঙালির সুখ
মুজিবের মুখ মানে নদী আঁকাবাঁকা
মুজিবের মুখ মানে প্রগতির চাকা
মুজিবের মুখ মানে নৌকার পাল
মুজিবের মুখ মানে কৃষকের হাল
মুজিবের মুখ মানে জেলেজোলাতাঁতী
মুজিবের মুখ মানে বাঙালির জ্ঞাতি
মুজিবের মুখ মানে হালের লাঙল
দাড়ীমুখে সারিগান পাহাড়িয়া ঢল
মুজিবের মুখ মানে ধান আর পাট
ধনধান্যপুষ্পময় ফসলের মাঠ
মুজিবের মুখ মানে খোলা মতামত
মুজিবের মুখ মানে মুক্তির পথ
মুজিবের মুখ মানে মুদ্রা সচল
মুজিবের মুখ মানে যুক্তির বল
মুজিবের মুখ মানে মেহনতী মুখ
মুজিবের মুখ গণমানুষের মুখ
মুজিবের মুখ মানে জনতার মুখ
মুজিবের মুখ নয় ক্ষমতার মুখ
মুজিবের মুখ মানে নেতার ভাষণ
মুজিবের মুখ মানে পিতার শাসন
মুজিবের মুখ মানে আদর সোহাগ
মুজিবের মুখ মানে সমতার ভাগ
মুজিবের মুখ মানে মমতার দাবি
মুজিবের মুখ মানে সমতার চাবি
মুজিবের মুখ মানে গিরি সমতল
মুজিবের মুখ মানে সমুদ্র অতল
মুজিবের মুখ মানে চাষী আদিবাসী
পাহাড়ে ও সমতলে মানুষের হাসি
মুজিবের মুখজোড়া স্বাধীনতা আাঁকা
মজিবের মুখে সব গোত্র পতাকা
মুজিবের মুখ তাই প্রমিত বাঙালি
বাংলা বাগান আর মুজিব যে মালী।