মেয়েটা শিকল ভেঙে বেশ করেছে

আমি ভাবছি, যদি মেয়েরা মা নামের টিপ,
স্ত্রী নামের শিকল, মেয়ে নামের হাতঘড়ি,
বোন নামের চুড়ি-টুড়ি খুলে
একদিন দুম করে বলে ফেলে,
‘আমরা কারো হুকুম মানতে নারাজ।’
তখন বাবা নামের গর্ব,
ছেলে নামের স্বাধীনতা, ভাই নামের শাসন,
স্বামী নামের হুকুম,
এসব হারিয়ে পুরুষ পুরুষ টাইপ লোকগুলোর
মুখের অবস্থা কীরকম দাঁড়াবে?
ওরা কি তখন,
মেয়েরা যা যা সব সহ্য করে তাই করবে?
নাকি রুখে দাঁড়াবে?
যদি রুখে দাঁড়ায়,
তবে মেয়েটা শিকল ভেঙে বেশ করেছে।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

যদি কেউ বলত

এই বর্ষায় হাতে কদম দিয়েযদি কেউ ভালোবাসি বলতকেউ যদি দেখে জ্বলে? তবে তার ইচ্ছে,সে জ্বলত। যদি হাওয়া আসত, উড়িয়ে দিত

বাকি অংশ »

যেতে পারবে?

এই যে তুমি বার বার চলে যাই বলোধরো তুমি চলে গেছোখানিকক্ষণ পর ফিরে এসে যদি দেখোকষ্টে ভিজে যাচ্ছে আমার বুকআমার

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top