মোম আলোর  বৃত্তে

এই, তোর সব আঙুলগুলো বাড়িয়ে দিবি?
চিবুকের বিষন্নতা, দিবি?
চোখের পাতায় যে নক্ষত্রজল মুক্তো হয়ে গেল!
যে-কথা বলতে পারলি না, দিবি?
চৈত্রের ঝরা পাতা ঠোটদুটো, দিবি?
বিনিময়ে ব্যর্থ কবিতা দেবো, নিবি না!
তোর বুকের উঠোনে কলাপাতা থেকে খুঁটে
ফ্যানভাত খাব

ফুঁপিয়ে কাঁদব তোরে লুকিয়ে
তোকে মহাকাশে ছুঁড়ে ফের লুফে নেব
জঙ্গলশীর্ষের মগডাল হয়ে!
বেপরোয়া হবি?
এই সবুজ পাখি,
তোর মেঘ-রুমালের মতো এক টুকরো
মহারণ্য দিবি?
জাস্ট, হারিয়ে যাব!

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »

কৃপণ

আমি ভিক্ষা করে ফিরতেছিলেমগ্রামের পথে পথে,তুমি তখন চলেছিলেতোমার স্বর্ণরথে।অপূর্ব এক স্বপ্ন-সমলাগতেছিল চক্ষে মম-কী বিচিত্র শোভা তোমার,কী বিচিত্র সাজ।আমি মনে ভাবেতেছিলেম,এ

বাকি অংশ »

সীমালঙ্ঘন

আদর-প্রসঙ্গে আমি ইচ্ছে করে সীমারেখা লঙ্ঘন করেছিযাতে তুমি ক্রোধান্বিত রক্তজবা হয়ে যেতে পারোহঠাৎ নীরব হয়ে যাতে দূরে সরে যেতে পারো।

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »
Scroll to Top