এই, তোর সব আঙুলগুলো বাড়িয়ে দিবি?
চিবুকের বিষন্নতা, দিবি?
চোখের পাতায় যে নক্ষত্রজল মুক্তো হয়ে গেল!
যে-কথা বলতে পারলি না, দিবি?
চৈত্রের ঝরা পাতা ঠোটদুটো, দিবি?
বিনিময়ে ব্যর্থ কবিতা দেবো, নিবি না!
তোর বুকের উঠোনে কলাপাতা থেকে খুঁটে
ফ্যানভাত খাব
ফুঁপিয়ে কাঁদব তোরে লুকিয়ে
তোকে মহাকাশে ছুঁড়ে ফের লুফে নেব
জঙ্গলশীর্ষের মগডাল হয়ে!
বেপরোয়া হবি?
এই সবুজ পাখি,
তোর মেঘ-রুমালের মতো এক টুকরো
মহারণ্য দিবি?
জাস্ট, হারিয়ে যাব!