যদি কেউ বলত

এই বর্ষায় হাতে কদম দিয়ে
যদি কেউ ভালোবাসি বলত
কেউ যদি দেখে জ্বলে? তবে তার ইচ্ছে,
সে জ্বলত।

যদি হাওয়া আসত, উড়িয়ে দিত চুল
চুলের গোছায় জড়িয়ে, যদি কেউ বেঁধে দিত ফুল
মুখ বাঁকিয়ে কেউ আদিখ্যেতা বলত? তবে বলত।
যদি জ্বলে? জ্বলত।

যদি মুখের উপরে উপচে পড়ত রোদ
কেউ আড়াল দিয়ে বলত, ইস পুড়িয়ে দিল নির্বোধ
কেউ চোখ টেরিয়ে যদি ঢঙ বলতই,
তবে বলত যদি জ্বলে? জ্বলত

যদি হাঁটার সময় হোঁচট লাগত পায়
কেউ এসে, ভয় নেই বলতো
গায়ের ওজন কুড়িয়ে নিয়ে,আমার সাথে চলত
মুখ ঘুরিয়ে কেউ যদি মরে যাক বলতই, তবে বলত।
যদি তার ইচ্ছেতেই সে জ্বলে, তবে জ্বলত।

যদি মেঘের সঙ্গে মেঘ এসে আকাশ জুড়ে নাচত
যদি আমার মনের শুকনো জমি বৃষ্টি পেয়ে বাঁচত
কেউ যদি বলত, শুধু তোর সাথেই ভিজব
তোর দুঃখগুলো ভাগিয়ে দিয়ে তোর কান্না গুলো মুছব। বলত ।
কেউ শুনে জ্বললে? জ্বলত।

যদি কেউ জানত, কতদিন ধরে আমি মরছি
ভালোবাসার আগুনে আমি পুড়ছি
যদি কাছে এসে এই বর্ষায় কেউ মুখ খুলত
যদি ভালোবাসি বলত!

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »

কৃপণ

আমি ভিক্ষা করে ফিরতেছিলেমগ্রামের পথে পথে,তুমি তখন চলেছিলেতোমার স্বর্ণরথে।অপূর্ব এক স্বপ্ন-সমলাগতেছিল চক্ষে মম-কী বিচিত্র শোভা তোমার,কী বিচিত্র সাজ।আমি মনে ভাবেতেছিলেম,এ

বাকি অংশ »

এক গাঁয়ে

আমরা দুজন একটি গাঁয়ে থাকি।সেই আমাদের একটিমাত্র সুখ।তাদের গাছে গায় যে দোয়েল পাখিতাহার গানে আমার নাচে বুক।তাহার দুটি পালন-করা ভেড়াচরে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top