যেহেতু তুমিই বলেছিলে

যদিও-বা ক্লিওপেট্রা দেখা দিয়েছিল একবার,
উদ্ভাসিত ছিল তার সবই;
তবুও আঁকিনি আমি নাগলিঙ্গমের কোনো ছবি।
আমি তো বলেছি শুধু নাগেশ্বর কুসুমের কথা;
সাক্ষী আছে প্রতিবেশী পাতা-
সেখানে মেখেছি আমি আমার বুকের লাল ক্ষতি।
সেখানে সকাল হয় সেখানে গোধূলি নিভে যায়,
সেই আবার সকালবেলায় নাগেশ্বর কুসুমের ব্যথা।
এ রকম কষ্টের ভিতর
কবিতার মাঝখানে ভেসে উঠেছিল কেন ‘সঙ্গম-বিলাস’?
আমি তো পাহারা দিচ্ছি পঞ্চাশ বছর ধরে অহংকারী লাশ,
পঞ্চাশ বছর ধরে নতমুখে ডুবে আছি হাতের তালুতে;
হাতের রেখায় আমি কেন তবে গুনবো না
ক্ষীয়মাণ আয়ুর জ্যামিতি!
ভালোবাসা জমা ছিল বলে যেখানে দেখেছি অহংকার,
বিলিয়ে দিয়েছি শুধু, চাইনি কিছুই।
তবু এই গোধূলিবেলায় এটুকু মিনতি স্মরণীয়-
শরীর ফিরিয়ে দিও,
ভালোবাসা টোকা দিলে দরজা খুলে দিও।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

কৃপণ

আমি ভিক্ষা করে ফিরতেছিলেমগ্রামের পথে পথে,তুমি তখন চলেছিলেতোমার স্বর্ণরথে।অপূর্ব এক স্বপ্ন-সমলাগতেছিল চক্ষে মম-কী বিচিত্র শোভা তোমার,কী বিচিত্র সাজ।আমি মনে ভাবেতেছিলেম,এ

বাকি অংশ »

সীমারেখা

পোশাকেও ঢেকে থাকে রাত্রীর নিবিড় কালো ঢেউ,তারই মধ্যে ভেসে থাকে অনুজ্জ্বল নক্ষত্রের তিল।অতখানি দূর থেকে গেঁথে যায় চোখের মণিতে।সেইখান থেকে

বাকি অংশ »

সীমালঙ্ঘন

আদর-প্রসঙ্গে আমি ইচ্ছে করে সীমারেখা লঙ্ঘন করেছিযাতে তুমি ক্রোধান্বিত রক্তজবা হয়ে যেতে পারোহঠাৎ নীরব হয়ে যাতে দূরে সরে যেতে পারো।

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হচ্ছে ২৪ মে

নিউইয়র্ক প্রতিনিধি প্রবাসের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবের নাম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৪ মে শুক্রবার থেকে

বাকি অংশ »

কবিতা, গান আর উৎসবে সাফল্য উদযাপন

নিউইয়র্ক প্রতিনিধি বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়া ত্রিশজনকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে নিউইয়র্কে। প্রতি বছরের মতো এবারও ভিন্নধর্মী এমন অনুষ্ঠানের

বাকি অংশ »
Scroll to Top