ঐ টুকু তার চাওয়া ছিল
এক চিলতের দাওয়া
শিউলি শরৎ ছটফটে মেঘ
সারা আকাশ ছাওয়া
যেতে গিয়েও থমকে যাওয়া
প্রানের কুটুমজন
ঘর পেরিয়ে ধান ভরা মাঠ
সবুজ নীল আর বন।
ঐ টুকু তার চাওয়া ছিল
কিন্তু সেবার ফাগুন
কানে দিল ফুস মন্তর
শাড়ীতে দিল আগুন
গলে গেছে কাঁচ পোকা চিপ
পাড়া পরশি ধন্দ
দুমড়ে গেছে লক্ষীর পা
কেরোসিনের গন্ধ।
চাওয়া ছিল একটুখানি
ছেলে মেয়ে .. ব্যাস
রাত্রি জুড়ে মনের মানুষ
গনগনে নিঃশ্বাস
তিনটি কাঁচা লন্কা ঠাসা
একটি ভাতের থালা