যে-রাস্তায় যাইনি

দুটি পথ গেছে বেঁকে দুটি হলুদ বনে
একটি মাত্র পথিক হলে
যতদূর যায় চোখ চেয়ে রইলাম একদৃষ্টে
যেখানে গুল্মময় এক ঝোপ গেছে বেঁকে

তারপর গেলাম যতখানি সম্ভব অন্যপথে
এনে হয় তা আরো ভালো দাবিদার
তা ছিল ঘাসময় এবং পোশাকের সাথে
যদিও আমি ছিলাম ওই পথেরই সওয়ার
তাদের পরালাম উপস্থিতির পোশাকের অলংকার

উভয় পথই পেয়েছে সমান সকালে
পথের পাতা হয়নি কালো পায়ের আঘাতে
আমি অপরটি রাখলাম অন্যদিনের কোনো কালে
তবু জেনে নিই কোন রূপে যাব ওই পথে
সন্দেহ হয় যদি না ফিরি কোনো প্রাতে

এই কথা বললাম আমি প্রগাঢ় দীর্ঘশ্বাস
এই যুগে অথবা অন্য কোনো আলাদা যুগে
দুটি পথ গেছে বেঁকে কোন বনে
শুধু বৈষম্য এঁকে দিলো এই মনে।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

আমি থাকতে আসিনি

আমি এখানে থাকতে আসিনি,চলে যেতে এসেছি।আমি ভাণ্ডারী এক- দোকান পসারীযার যেমন মন চায় কিনে নিক-ডালা খুলে ধরেছি দানাপানি, নুন তেল

বাকি অংশ »

আমার এমনধারা শিক্ষক

গতকাল রাতে আমার শিক্ষক আমাকেদারিদ্র্যের সবক দিয়েছেন, বুঝিয়েছেনকীভাবে নিজেকে চাহিদা ও যোগানের বাইরে রাখা যায়। আমি জহরতের খনির ভিতর দাঁড়িয়ে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হচ্ছে ২৪ মে

নিউইয়র্ক প্রতিনিধি প্রবাসের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবের নাম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৪ মে শুক্রবার থেকে

বাকি অংশ »

কবিতা, গান আর উৎসবে সাফল্য উদযাপন

নিউইয়র্ক প্রতিনিধি বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়া ত্রিশজনকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে নিউইয়র্কে। প্রতি বছরের মতো এবারও ভিন্নধর্মী এমন অনুষ্ঠানের

বাকি অংশ »
Scroll to Top