হত্যাকারীর রক্তচক্ষু পাশে
তবুও রাসেল বারবার ফিরে আসে
কাদাজলে, মাঠে, শিশিরবিন্দু, ঘাসে
দেখি তার মুখ রৌদ্রছায়ায় হাসে
আজো দেখি, প্রিয় বালকের সাইকেলে
অযুত স্বপ্ন পাখিদের ডানা মেলে
পাতা ঝরে গেলে মর্মর জেগে থাকে
অশ্রু ও শোক রাসেলের ছবি আঁকে
সেই ছবিখানি সবার হৃদয়ে আঁকি
স্মৃতি-দিগন্তে গোলাপগুচ্ছ রাখি
গোলাপ রক্তজবার বাংলাদেশে
রাসেলের নাম লিখে রাখি ভালবেসে।