ঠাস ঠাস দ্রুম দ্রাম, শুনে লাগে খটকা-
ফুল ফোটে..? তাই বল । আমি ভাবি পটকা !
শাঁই শাঁই পনপন, ভয়ে কান বন্ধ-
ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ..?
হুড়মুড় ধুপধাপ- ওকি শুনি ভাই রে.!
দেখছ্ না হিম পড়ে- যেও নাকো বাইরে ।
চুপচুপ ঐ শোন ! ঝুপঝাপ ঝ-পাস..!
চাঁদ বুঝি ডুবে গেল..?গব গব গবা-স ।
খ্যাঁশ খ্যাঁশ ঘ্যাঁচ ঘ্যাঁচ, রাত কাটে ওই রে.!
দুড় দাড় চুরমার – ঘুম ভাঙে কইরে !
ঘরঘর ভন ভন ঘোরে কত চিন্তা..!
কত মন নাচে শোন – ধেই ধেই ধিনতা..!
ঠুং ঠাং ঢং ঢং, কত ব্যথা বাজে রে-
ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে.!
হৈ হৈ মার মার ‘বাপ বাপ’ চিৎকার –
মালকোঁচা মারে বুঝি.? সরে পড়, এইবার।
ইচ্ছা
মনারে মনা কোথায় যাস?বিলের ধারে কাটব ঘাস। ঘাস কি হবে?বেচব কাল,চিকন সুতোর কিনব জাল। জাল কি হবে?নদীর বাঁকেমাছ ধরব ঝাঁকে