শরৎ আসে, শরৎ হাসে

শরৎ আসে দূর্বা ঘাসে শিশির হাসে ‘ফিক’
রোদের সোনা যায় না গোনা ঝরলো চারি দিক
খুশির গাড়ি দিচ্ছে পাড়ি কু-ঝিক্-ঝিক্ ঝিক্
দূর্গা মায়ের আশিষ সবাই ভাগ করে আজ নিক্ ।

শরৎ আসে ধীর বাতাসে শিউলে ঝরে ‘ঝুর’
নীল আকাশে স্বপ্ন ভাসে গন্ধেতে ভর পুর
নদীর পাশে কাশের রাশে কী উল্লাসের সুর
বুকের মাঝে বাজনা বাজে ঢ্যাম কুড়া কুড় কুড় ।

শরৎ আসে চতুর্পাশে শুনছি কিসের ডাক
চিত্ত-চাতাল নিত্য নাচে হৃদয় হত বাক্!
মত্ত-মাতাল উথাল পাথাল তাক ধিনা ধিন তাক্
প্রাণের পাতায় খুশির খাতায় মনকে মাতায় ঢাক।।

শরৎ আসে কী উচ্ছ্বাসে কাঁপছে নদীর জল
পাখনা মেলে বেড়ায় খেলে প্রজাপতির দল
বাজলো কাঁসর সাজলো আসর চলরে সবাই চল্
মন-গালিচায় বন বাগিচায় নামবে খুশির ঢল ।

শরৎ আসে কী বিশ্বাসে আনবে সুখের রেশ
দেখবো কবে এমন হবে হাসছে সবাই বেশ
গরীব দুখী সবচে সুখী দুঃখ কষ্ট শেষ
কান্না ভুলে দু’হাত তুলে নাচবে সারা দেশ।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

বাংলাটা ঠিক আসে না

ছেলে আমার খুব ‘সিরিয়াস’, কথায়-কথায় হাসে নাজানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।ইংলিশে ও ‘রাইমস’ বলে‘ডিবেট’ করে, পড়াও চলেআমার

বাকি অংশ »

ঈদ মোবারক

শত যোজনের কত মরুভূমি পারায়ে গো,কত বালুচরে কত আঁখি-ধারা ঝরায়ে গো,বরষের পরে আসিলে ঈদ!ভুখারীর দ্বারে সওগাত ব’ইয়ে রিজওয়ানের,কন্টক-বনে আশ্বাস এনে

বাকি অংশ »

জন্মদিনের ফুল

কখনও লাস্য, কখনও লড়াই তুমি।ভেঙেছিলে মিথ, মিথ্যের কারিগরিঅক্ষর স্থায়ী। কলমেরা মরসুমি।আমরা এখনও তোমারই কবিতা পড়ি। আগুনের পাশে এলাচদানার ঘ্রাণহরিণের পাশে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো “হোপ নেভার ডাইস” প্রামাণ্যচিত্রের বিশেষ প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হলো কোভিড-১৯ মহামারিকালে মানুষের বাস্তবতা, কষ্ট এবং মানবিক বিপর্যয় নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র “Hope

বাকি অংশ »

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা

“আলোকের এই ঝর্ণাধারায়” নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি সন্ধ্যা নিজস্ব প্রতিবেদক বাংলা আবৃত্তি জগতের কিংবদন্তি শিল্পী ভাস্বর

বাকি অংশ »

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »
Scroll to Top