শরৎ আসে দূর্বা ঘাসে শিশির হাসে ‘ফিক’
রোদের সোনা যায় না গোনা ঝরলো চারি দিক
খুশির গাড়ি দিচ্ছে পাড়ি কু-ঝিক্-ঝিক্ ঝিক্
দূর্গা মায়ের আশিষ সবাই ভাগ করে আজ নিক্ ।
শরৎ আসে ধীর বাতাসে শিউলে ঝরে ‘ঝুর’
নীল আকাশে স্বপ্ন ভাসে গন্ধেতে ভর পুর
নদীর পাশে কাশের রাশে কী উল্লাসের সুর
বুকের মাঝে বাজনা বাজে ঢ্যাম কুড়া কুড় কুড় ।
শরৎ আসে চতুর্পাশে শুনছি কিসের ডাক
চিত্ত-চাতাল নিত্য নাচে হৃদয় হত বাক্!
মত্ত-মাতাল উথাল পাথাল তাক ধিনা ধিন তাক্
প্রাণের পাতায় খুশির খাতায় মনকে মাতায় ঢাক।।
শরৎ আসে কী উচ্ছ্বাসে কাঁপছে নদীর জল
পাখনা মেলে বেড়ায় খেলে প্রজাপতির দল
বাজলো কাঁসর সাজলো আসর চলরে সবাই চল্
মন-গালিচায় বন বাগিচায় নামবে খুশির ঢল ।
শরৎ আসে কী বিশ্বাসে আনবে সুখের রেশ
দেখবো কবে এমন হবে হাসছে সবাই বেশ
গরীব দুখী সবচে সুখী দুঃখ কষ্ট শেষ
কান্না ভুলে দু’হাত তুলে নাচবে সারা দেশ।