স্বর্গ যদি আসে নেমে
চারণভূমিতে
আমি হেলে বসি
দুই তারার মূর্তিতে
আমি ভুলে যাই ওসব
ভাবি আমি নিয়মের মুকুট
ব্যবসার পালস্না আর সত্যের সীমা
খুব কঠিন যা নবায়ন করা
আমাদের জীবনে তার পরিচালনা
মানুষের যুদ্ধের গল্প আছে জানা
ত্রাস, মুকুট ও মাপকাঠি
সব এনেছে এ-তরবারি।