প্রতিটি কমলা রঙের ভোরে,
তোমার চোখের পাতায় তিনটি চুম্বন দিলে,
বিশ্বাস করো,শিউলির গন্ধ পাই!
ভোরের ওই আশ্চর্য সময়টুকুই তাই বেছে নিই,
শুধু আশ্বিন নয়, সারাবছর, সারাজীবন
তোমার স্বপ্ন-আঁখিপল্লবে শিউলি ফোটে, ঝরে, ফোটে…
ভাগ্যিস, তুমি জানতেও পারো না!
হাজার মাইল সুদূরে থাকলেও
রাতের পাগল ডাকহরকরা আমাকে, ভোরের আগে
তোমার দরজায় পৌছে দিয়ে যায় ।
আর তখনই, ভোরের প্রথম ছোট্ট পাখির কিচিমিচির;
আর তখনই, শিউলি শিউলি শিউলি শিউলি শিউলি…
আর তখনই আমার ওষ্ঠ নামে তোমার, শুধু তোমার
তোমার দু-চোখের পাতায়!
ভাগ্যিস, তুমি