শিশুদের হাসি

আকাশটা হেসে ওঠে শিশুদের হাসিমুখ দেখে
সন্ধ্যার মেঘমালা সেই হাসি গায়ে নেয় মেখে।
সকালের সোনা রোদ নেচে ওঠে, গেয়ে ওঠে পাখি
শিশুর হাসিকে আমি মুঠো মুঠো জমা করে রাখি।
গাছেরাও বোঝে আহা শিশুদের আধো আধো কথা
শাখা আর পল্লবে বৃক্ষের সে কী আকুলতা!
শিশু হেসে উঠলেই জানালায় জোছ্‌নার টোকা
ঘাসফুল কাশফুল সব ফুল ফোটে থোকা থোকা।
নদীতে জোয়ার আসে শিশুদের হাসি কলতানে
শিশুদের রূপকথা নদী ও সাগরগুলো জানে।
চাঁদের আলোয় থাকে শিশুদের হাসি ঝিকিমিকি
শিশুর গল্পগুলো আকাশের চাঁদ জানে ঠিকই।
পৃথিবীটা হেসে ওঠে যখন একটা শিশু হাসে
আলোর ঝালরগুলো শিশুর হাসির সাথে আসে।
শিশুর হাসিতে আহা মুক্তোরা ঝরে রাশি রাশি
প্রকৃতি সবুজ হয় যদি থাকে শিশুদের হাসি।
শিশুদের হাসি আমি সব চেয়ে বেশি ভালোবাসি।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

খিদে

আবদুল হাইকরে খাই খাইএক্ষুনি খেয়ে বলেকিছু খাই নাই।লাউ খায় শিম খায়খেয়ে মাথা চুলকায়ধুলো খায়মুলো খায়মুড়ি সবগুলো খায়লতা খায় পাতা খায়বাছে

বাকি অংশ »

ফেব্রুয়ারির গান

দোয়েল কোয়েল ময়না কোকিলসবার আছে গানপাখির গানে পাখির সুরেমুগ্ধ সবার প্রাণ। সাগর নদীর ঊর্মিমালারমন ভোলানো সুরনদী হচ্ছে স্রোতস্বিনীসাগর সমুদ্দুর। ছড়ায়

বাকি অংশ »

মেঘনায় ঢল 

শোন্ মা আমিনা, রেখে দে রে কাজ ত্বরা করি মাঠে চল,এল মেঘনায় জোয়ারের বেলা এখনি নামিবে ঢল।নদীর কিনার ঘন ঘাসে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হচ্ছে ২৪ মে

নিউইয়র্ক প্রতিনিধি প্রবাসের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবের নাম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৪ মে শুক্রবার থেকে

বাকি অংশ »

কবিতা, গান আর উৎসবে সাফল্য উদযাপন

নিউইয়র্ক প্রতিনিধি বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়া ত্রিশজনকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে নিউইয়র্কে। প্রতি বছরের মতো এবারও ভিন্নধর্মী এমন অনুষ্ঠানের

বাকি অংশ »
Scroll to Top