রজনীকান্ত সেন

কেউ নেই

আমি ভাবতাম পথ হাঁটলেই পথ ফুরোবেকাঁটা ডিঙালেই শিশিরভেজা আস্ত গোলাপ।আমি ভাবতাম রাত পোহালেই সকাল হবে রোজ,        

বাকি অংশ »

নির্বাসন 

মেঘের ভেতর বৃষ্টি খুঁজতে গিয়েআমি নির্বাসিত নিদাঘ দহনেচাঁদের কাছে জোছনা ছাড়া আর কিছুই চাইনিঅথচ বৃষ্টি এলো উত্তুরে হাওয়ায় পৌষের হিমে।

বাকি অংশ »

একটা দুঃসংবাদ আছে 

একটা দুঃসংবাদ আছে,যারা আমাকে ভেঙেচুরেটুকরো কাঁচের মতো ছড়িয়ে দিতে চেয়েছিলদুঃসংবাদটি তাদের জন্য যারা ভেবেছিলেআমি হোঁচট খেয়ে পড়ে গেলেআর কখনো উঠে

বাকি অংশ »

কবর

এই খানে তোর দাদির কবর ডালিম-গাছের তলে,তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ,পুতুলের বিয়ে

বাকি অংশ »

মেঘনায় ঢল 

শোন্ মা আমিনা, রেখে দে রে কাজ ত্বরা করি মাঠে চল,এল মেঘনায় জোয়ারের বেলা এখনি নামিবে ঢল।নদীর কিনার ঘন ঘাসে

বাকি অংশ »

এমন যদি হতো

এমন যদি হতোইচ্ছে হলে আমি হতামপ্রজাপতির মতোনানান রঙের ফুলের পরেবসে যেতাম চুপটি করেখেয়াল মতো নানান ফুলেরসুবাস নিতাম কতো ।এমন হতো

বাকি অংশ »
Scroll to Top