রজনীকান্ত সেন
আমি থাকতে আসিনি
আমি এখানে থাকতে আসিনি,চলে যেতে এসেছি।আমি ভাণ্ডারী এক- দোকান পসারীযার যেমন মন চায় কিনে নিক-ডালা খুলে ধরেছি দানাপানি, নুন তেল
আবার বসব মুখোমুখি
আমাদের মাকে যেদিন আমরা ভাওয়ালের জঙ্গলেফেলে রেখে পালিয়ে গিয়েছিলাম,ডালে ডালে পাখিরা বেদনায় মূক হয়ে গিয়েছিল।অথচ আকাশ ভরে উঠছে আলোয় আলোয়পাখি
মানুষ জাগবে ফের
হে তরুণ হে যুবকহে শ্রমিক হে কৃষকমেনো না হতাশাআবার আসবে দিন সূর্যিত আলোরআবার আসবে দিন সমূহ উজ্জ্বলমানুষ জাগবে ফের, জাগবে
ভেলকি
চন্ডীচরণ দাস ছিলপড়তে পড়তে হাসছিলহাসতে হাসতে হাঁস হলহায় কী সর্বনাশ হল।নন্দগোপাল কর ছিলডুব দিয়ে মাছ ধরছিলধরতে ধরতে মাছ হলহায় কী
হরবোলা
সে সে অনেক দিনের কথালোকটা ছিল হরবোলাযে খেলা সে দেখিয়ে গেলকখনও কি যায় ভোলা !বলল, বাবু, দেখবে মজাডাকব আমি এমন
ময়নার মা ময়নামতী
ময়নার মা ময়নামতীময়না তোমার কই?ময়না গেছে কুটুমবাড়ীগাছের ডালে ওই।কুটুম কুটুম কুটুমনামটি তার ভুতুমআঁধার রাতের চৌকিদারদিনে বলে শুতুম।ময়না গেছে কুটুমবাড়ীআনতে গেছে