শুক্লা রায়

বর্তমান বসবাস: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

যোগাযোগের তথ্য
টেলিফোন নম্বর:
ইমেইল : shukla.roy2@gmail.com 

সংক্ষিপ্ত তথ্য:
শুক্লা রায় একজন আবৃত্তি শিল্পী ও অভিনেত্রী। মানিকগঞ্জ জেলায় কালিগঙ্গা নদীর পাড়ের ছিমছাম সুন্দর শহরে তার জন্ম। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। আবৃত্তির প্রতি তার অনুরাগ অনেক আগে থেকেই। আবৃত্তি সংগঠন ‘কণ্ঠশীলনে’র সদস্য ছিলেন। রোকেয়া হলে থাকাকালীন প্রথম মঞ্চনাটকে অভিনয় করেন। এ সময় গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনাও করেন তিনি। শিক্ষা জীবনে যুক্ত ছিলেন খেলাঘর এবং উদীচীর সঙ্গে। সেই সঙ্গে জড়িয়ে পড়েছিলেন প্রগতিশীল রাজনীতিতেও। বর্তমানে তার বসবাস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। টেলিভিশন ও মঞ্চে অসংখ্য অনুষ্ঠানে আবৃত্তি করেছেন তিনি। তবে ২০২৩ সালের ১১ জুন নিউইয়র্কে অনুষ্ঠিত ‘আমার আপন আলোয়’ শিরোনামের তার একক আবৃত্তি অনুষ্ঠানটি বিপুল দর্শকপ্রিয়তা পায়। অর্জন করেছেন নানা পুরস্কার ও সম্মাননা। মঞ্চনাটক তার কাজের প্রিয় একটি ক্ষেত্র। নিউইয়র্কে প্রথম তিনি মঞ্চনাটকে অভিনয় করেন ২০১৬ সালে। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘রাজা রাণী’ নাটকে অভিনয় করে তিনি প্রশংসা অর্জন করেন। অভিনয় করেছেন সৈয়দ শামসুল হকের লেখা এবং জামালউদ্দিন হোসেনের নির্দেশনায় ‘তোরা সব জয়ধ্বনি কর’ নাটকে। মনোজ মিত্রের ‘বৃষ্টির ছায়াছবি’ নাটকে অভিনয় করেন তিনি। অভিনয় করেন সাড়াজাগানো মঞ্চনাটক ‘তীর্থযাত্রী’তে। হুমায়ুন কবিরের লেখা নাটকটিতে নির্দেশনা দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ। শুক্লা রায় নিউইয়র্ক ডিপার্টমেন্ট অব এডুকেশনে কাজ করেন সহকারি শিক্ষক হিসেবে। এ ছাড়া তিনি একজন অ্যাপ্লায়েড বিহেভিয়ার এনালিস্ট বা এবিএ থেরাপিস্ট। ফেসবুকভিত্তিক জনপ্রিয় সংগঠন ‘আবৃত্তি অনলাইন’ এর মডারেটর তিনি। আবৃত্তি বিষয়ক অনলাইন ‘নান্দনিক’ এর প্রকাশক ও সম্পাদক শুক্লা রায়।  

শেয়ার করুনঃ

Scroll to Top