আমায় দিও জল,
জল ধরতে তোমার অমন
শুভ্র করতল।
আমায় দিও নদী,
বেহিসেবী ভেসে যাওয়ার
ইচ্ছে নিরবধি।
একটা আকাশ দিও,
তার বিনিময় এই জনমের
হিসেব সকল নিও।
নীল জোছনাও সেধো,
একলা রাতে ছোট্ট বুকে
একটু না হয় কেঁদো।
আমায় তোমায় দিও,
বুকের ভেতর…
কৃপণ
আমি ভিক্ষা করে ফিরতেছিলেমগ্রামের পথে পথে,তুমি তখন চলেছিলেতোমার স্বর্ণরথে।অপূর্ব এক স্বপ্ন-সমলাগতেছিল চক্ষে মম-কী বিচিত্র শোভা তোমার,কী বিচিত্র সাজ।আমি মনে ভাবেতেছিলেম,এ