সম্পাদকীয়

পৃথিবীর ইতিহাসে বাংলা ভাষা এবং এই ভাষায় রচিত সাহিত্য আলো ছড়িয়েছে বহুকাল আগে থেকেই। সেই চর্যাপদ থেকে আধুনিক কালের বাংলা সাহিত্য ছড়িয়ে পড়েছে দিকে দিকে। একশ’ বছরেরও বেশি সময় আগে বাংলা ভাষার শ্রেষ্ঠতম কবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল জয়ী হয়েছেন। শেঁকল ভাঙার গানে আজও কবি নজরুল অন্তরকে জাগিয়ে তোলেন। জীবনানন্দ হয়ে প্রেমিক পুরুষ কাতর কণ্ঠে বলে ওঠে, ‘সুরঞ্জনা ওইখানে যেয়ো নাকো তুমি’। বেগম রোকেয়ার ‘বিষন্ন পাখির গান’ অসঙ্গতির বিরুদ্ধে যেনো অন্য এক লড়াই। শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’ কিংবা জসীমউদ্দিনের ‘নকশী কাঁথার মাঠ’ আমাদের অমর সৃষ্টি। এমন হাজারো কবিতা, গল্প, উপন্যাস কিংবা লেখা আমাদের চলমান সাহিত্য ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করে চলেছে। আমরা সেগুলো পড়ছি, শিখছি, হৃদয়ে ধারণ করছি।
কেবল বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গ নয়, গোটা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য বাঙালি। দুনিয়ার প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ছে আমাদের কবিতা। নতুনের আগমনে আরও আলোকিত হচ্ছে পথ। পৃথিবীর প্রতিটি প্রান্তে বাংলা সংস্কৃতির চর্চা হচ্ছে। আর সংস্কৃতির অনবদ্য, অনন্য একটি শাখা হচ্ছে আবৃত্তি। কবির কবিতা হৃদয়ে ধারণ করে তা শুদ্ধতার সঙ্গে দর্শক শ্রোতার মাঝে তুলে ধরার প্রয়াস আমরা দেখতে পাই আবৃত্তি শিল্পীদের মধ্যে। দিনে দিনে এই শিল্পের প্রতি বাড়ছে মানুষের আগ্রহ। বাড়ছে শিল্পীর সংখ্যাও।
আমাদের এই উদ্যোগের মধ্য দিয়ে আমরা আবৃত্তি চর্চায় সহযোগী হতে যাই। অসংখ্য বাংলা কবিতাকে একসঙ্গে একটি জায়গায় আনতে চাই। এই ওয়েবসাইটে কবির নাম অনুযায়ী কবিতা থাকছে, আছে বিষয়ভিত্তিক আয়োজন। বিশ্ব সাহিত্যের সমৃদ্ধ কবিতার অনুবাদও রেখেছি আমরা। শিশু ও কিশোর পর্বে রয়েছে ছোটদের উপযোগী কবিতার সমাহার। যাদের কবিতা এখানে অন্তর্ভূক্ত করা হয়েছে প্রিয় সেই কবিদের প্রতি নিবেদন করছি বিনম্র শ্রদ্ধা।
দুনিয়া জোড়া অনুষ্ঠিত আবৃত্তি বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানের খবর আমরা প্রকাশ করছি। পড়াশোনা বিভাগে থাকছে আবৃত্তি চর্চা ও প্রশিক্ষণ বিষয়ক নানা লেখা। এ সম্পর্কিত বই নিয়ে আছে ‘পাঠাগার’। আবৃত্তি শিল্পীদের নামের তালিকা তৈরির গুরুত্বপূর্ণ একটি প্রয়াস আমরা গ্রহণ করেছি। আর আবৃত্তি শিল্পীদের গৌরবজনক কাজের সংক্ষিপ্ত বিবরণও যুক্ত করা হয়েছে ‘প্রোফাইল’ বিভাগে। ছবিঘরে থাকছে আবৃত্তি অনুষ্ঠানের ক্যাপশনসহ আলোকচিত্র। ‘ভিডিও’ কিংবা ‘আবহ সঙ্গীত’ বিভাগের মধ্য দিয়ে আবৃত্তি শিল্পীদের কাজকে সহজ করতে চেয়েছি আমরা। এখান থেকে শিল্পীরা সহজেই খুঁজে পাবেন পছন্দের আবহসঙ্গীত। আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল ছাড়াও অন্যান্য জায়গা থেকে ভিডিও যুক্ত করা হয়েছে। সবগুলোই আবৃত্তি বিষয়ক। উৎসগুলোর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছি আমরা। অন্যের ভিডিও সংশ্লিষ্ট চ্যানেলগুলোর উপাত্ত হিসেবেই এখানে অন্তর্ভূক্ত করা হয়েছে। এসব কিছুর মধ্য দিয়ে আমরা বস্তুনিষ্ঠতা ও শুদ্ধতার চর্চাকে উৎসাহিত করতে চেয়েছি।
কিছু স্বপ্ন আর কিছু প্রত্যাশা নিয়ে আমাদের এই উদ্যোগ। মুক্তপ্রাণ সহযাত্রীদেরকে সঙ্গে পেলে নিশ্চয়ই সেইসব প্রত্যাশা ও স্বপ্ন পূরণের যাত্রায় আমরা সফল হবো। ‘নান্দনিক’ বিশ্বজোড়া আবৃত্তি শিল্পীদের কথা বলতে চায়। সবার কথা শুনতে চায়। তৈরি করতে চায় একটি সংযোগসেতু। শুদ্ধ শিল্প ও সংস্কৃতি চর্চার এই ছায়াতলে সবাইকে স্বাগত জানাচ্ছি। পাশে থাকুন, সঙ্গে রাখুন।