সীমারেখা

পোশাকেও ঢেকে থাকে রাত্রীর নিবিড় কালো ঢেউ,
তারই মধ্যে ভেসে থাকে অনুজ্জ্বল নক্ষত্রের তিল।
অতখানি দূর থেকে গেঁথে যায় চোখের মণিতে।
সেইখান থেকে বিচ্ছুরিত আলোর প্রভায়
নিবিড় গল্পের ছলে এঁকে দিলে তুমি সীমারেখা।
সহজ জ্যামিতিটুকু সকলেই জানে-
একটি সরলরেখা অন্তহীন কাল ধরে হেঁটে যেতে পারে।

মানুষ সরল নয়, সরলরেখার মতো নয়,
যেতে যেতে মানুষেরা বাঁকিয়েও যায়।
তার ভালোলাগাটুকু নদীর মতন বেঁকে
ভালোবাসা হয়ে যেতে পারে,
আর্দ্রতায় স্নিগ্ধতায় প্রেমে অদেখা ভুবনটাকে
মহিমায় করে দিতে পারে অনন্য সৃজন।

সেই রাতে সীমারেখা আঁকা হলো বটে,
সীমাবদ্ধ গণ্ডি তো হলো না!
তা হলে বিমুগ্ধ কোনো গ্রহের মতন
কক্ষপথ বুঝে নেওয়া যেত।

সমাজদর্শন বলে যুদ্ধ আর প্রেমে
তেমন পার্থক্য নেই কোনো।
ও দুটোরই প্রবণতা হলো-
সীমা অতিক্রম করে যাওয়া।
সেই সূত্রে প্রশ্ন উঠতে পারে-
ক্ষতচিহ্নে উপনীত হতে
কতটা আলোকবর্ষ নিষেধাজ্ঞা বলবৎ থাকে!

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

ক্ষেত মজুরের কাব্য




মুগর উঠছে মুগর নামছে

ভাঙছে মাটির ঢেলা,

আকাশে মেঘের সাথে সূর্যের

জমেছে মধুর খেলা।



 ভাঙতে ভাঙতে বিজন মাঠের

কুয়াশা গিয়েছে কেটে,

কখন শুকনো মাটির তৃষ্ণা

শিশির

বাকি অংশ »

আসমানী


আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,
রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।
বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি,
একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে

বাকি অংশ »

কৃপণ

আমি ভিক্ষা করে ফিরতেছিলেমগ্রামের পথে পথে,তুমি তখন চলেছিলেতোমার স্বর্ণরথে।অপূর্ব এক স্বপ্ন-সমলাগতেছিল চক্ষে মম-কী বিচিত্র শোভা তোমার,কী বিচিত্র সাজ।আমি মনে ভাবেতেছিলেম,এ

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হচ্ছে ২৪ মে

নিউইয়র্ক প্রতিনিধি প্রবাসের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবের নাম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৪ মে শুক্রবার থেকে

বাকি অংশ »

কবিতা, গান আর উৎসবে সাফল্য উদযাপন

নিউইয়র্ক প্রতিনিধি বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়া ত্রিশজনকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে নিউইয়র্কে। প্রতি বছরের মতো এবারও ভিন্নধর্মী এমন অনুষ্ঠানের

বাকি অংশ »
Scroll to Top