আদর-প্রসঙ্গে আমি ইচ্ছে করে সীমারেখা লঙ্ঘন করেছি
যাতে তুমি ক্রোধান্বিত রক্তজবা হয়ে যেতে পারো
হঠাৎ নীরব হয়ে যাতে দূরে সরে যেতে পারো।
ইচ্ছে করে সীমারেখা লঙ্ঘন করেছি আমি,
যাতে আমার সংযম-শক্তি বিষয়ে তোমার ধারণাটা
হাত ফসকে পড়ে যাওয়া কাচের পুতুল হতে পারো,
যাতে আমাকেও তুমি অন্যদের মতো বাতিল ভূগোলে
চির নির্বাসন দিয়ে দিতে পারো।
ইচ্ছে করে ভাঙিয়েছি তোমার নরম ধারণাটা,
যে রকম ভেঙে যায় মধ্যরাতে কবিদের ঘুম,
যে-রকম ভেঙে যায় দেড়দিনে মেঘের সংসার।
মন ভরে তাকানোর ব্যর্থতার ভারে বলেছি অমন কথা
যদিও তা বিপদজনক তবু সত্য ছিল।
সীমা-লঙ্ঘনের দায়ে সরে যাওয়া খুব দরকার,
কেননা ঘুমোতে চাই আমি তুমিও
ঘুমোতে যাও সংযমের নরম বালিশে,
নরম জ্যামিতি হয়ে পড়ে থাকো-যে-রকম পাথর ঘুমায়।