স্বাধীনতা বাঙালির

দেখি নাই আমি নেতাজি সুভাষ,
মাও সে-তুং ,লেনিন।
দেখা হয় নাই বীর ক্ষুদিরাম অথবা সূর্যসেন।
দেখেছি কেবল শাসন – শোষণে মানুষ যে নির্জীব
দেখেছি পীড়িত মানুষের নেতা, দেখেছি শেখ মুজিব।

দেখা হয় নাই বৃটিশ শাসন,
দেখি নাই আমি নবাবী আমল,
দেখছি কেবল শোষিতের প্রতি শাসকের অবিচার।
আমি দেখছি জনতা রাজপথে নামে ফিরে পেতে অধিকার।

মহাকাব্য যে পড়া হয় নাই,
পড়ি নাই ইতিহাস।
শুনিছে কেবল ৭ই মার্চের মানুষের উচ্ছ্বাস।
নিপীড়িত যত অত্যাচারিত গণমানুষের নেতা,
এসেছিল সেজে শুভ্র বসনে বলেছিল,স্বাধীনতা।

মনে হয়েছিল,
বজ্র নিনাদে তূর্য তুলেছে তান।
গেয়েছিল কবি সেই দিন যেন মুক্তির জয়গান।
লক্ষ জনতা ফেটে পড়েছিল সেই কন্ঠের সাথে,
বলেছিল আর স্বাধীকার নয়, স্বাধীনতা চাই আগে ।

সংগ্রাম যদি হতে হয় তবে হতে হবে মুক্তির,
স্বাধীনতা চাই, স্বাধীনতা শুধু, স্বাধীনতা বাঙালির।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

তোমারই পদধ্বনি

এই লেখা উঠে এসেছে তোমার স্বদেশের বুক থেকে
এই খেলা উঠে এসেছে এ দেশের প্রতিটি নদী থেকে,
যে সব নদী তরঙ্গায়িত হতো

বাকি অংশ »

মহাকাব্যের ট্র্যাজেডি

ট্র্যাজেডি লাগে। নইলে মহাকাব্য সম্পূর্ণ হয় না।আলপথ তোমাকে চিনতো, তুমি কোন বাড়ির ছেলে! কেরোসিন আলোর গ্রামগুলো তোমাকে জানে। রাস্তার মোড়ের

বাকি অংশ »

ধন্য তুমি

ধন্য মুজিব ধন্য –বাংলা মায়ের মুক্তি এলোএমন ছেলের জন্য –ভন্ড নেতার পোষাক পরেদেশ খেয়েছে মীর জাফরেওদের মতো হওনি তুমিভিন দেশিদের

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু হচ্ছে ২৪ মে

নিউইয়র্ক প্রতিনিধি প্রবাসের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবের নাম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৪ মে শুক্রবার থেকে

বাকি অংশ »

কবিতা, গান আর উৎসবে সাফল্য উদযাপন

নিউইয়র্ক প্রতিনিধি বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরি পাওয়া ত্রিশজনকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে নিউইয়র্কে। প্রতি বছরের মতো এবারও ভিন্নধর্মী এমন অনুষ্ঠানের

বাকি অংশ »
Scroll to Top