আজ আমি কোথাও যাবনা। আমি কিছু করবো না,আজ
সূর্যের পিয়ন এসে দরজায় যতো খুশী কড়া নেড়ে যাক,স্নান ঘরে
অবিরল ঝরুক শাওয়ার, ভেসে যাক প্রভাত ফেরীর গান
ক্যাম্পাসের সমস্ত আকাশে,সুগম্ভীর শহীদ মিনারে
ছাত্রদের প্রগাঢ় অঞ্জলি থেকে পড়ুক অজস্র ফুল,মেয়েদের
সুললিত হাতে
লেখা হোক নতুন আলপনা,পৃথিবীর সমস্ত বেতার কেন্দ্র থেকে
উসারিত হোক রবিঠাকুরের গান,আমি তবু
কোথাও যাবো না আজ আমার নিজস্ব জন্মদিনে।
আমার ২১তম জন্মদিনে শহরের তোরণে
জ্বলে উঠবে আলো,নি:সঙ্গ মেঘনার মাঝি
নৌকা বেয়ে যাবে ,আজ স্বদেশী ফুলের গন্ধে সমস্ত বাংলার বুক
ভরে উঠবে গভীর স্বস্তিতে, নিষেধের ত্রস্ত ব্যারিকেড
আজ কেউ তুলবে না সঙ্গীতের সহজ জলসায় ,আজ আমার
নিজস্ব জন্মদিনে
মা,তোমার উষ্ণ কোলে আহত অবুঝ মাথা রেখে
আমি শুধু শুয়ে থাকবো,আমার সোনালী লম্বা চুলে
তোমার নি:শ্বাস ঢেউ তুলে যাবে,আমি আজ কিছুই করবো না,
শুধু
চেয়ে চেয়ে দেখব এক অলৌকিক গর্বে দীপ্ত সম্রাজ্ঞীর মতন
তোমাকে।