যে-রাস্তায় যাইনি

দুটি পথ গেছে বেঁকে দুটি হলুদ বনে
একটি মাত্র পথিক হলে
যতদূর যায় চোখ চেয়ে রইলাম একদৃষ্টে
যেখানে গুল্মময় এক ঝোপ গেছে বেঁকে

তারপর গেলাম যতখানি সম্ভব অন্যপথে
এনে হয় তা আরো ভালো দাবিদার
তা ছিল ঘাসময় এবং পোশাকের সাথে
যদিও আমি ছিলাম ওই পথেরই সওয়ার
তাদের পরালাম উপস্থিতির পোশাকের অলংকার

উভয় পথই পেয়েছে সমান সকালে
পথের পাতা হয়নি কালো পায়ের আঘাতে
আমি অপরটি রাখলাম অন্যদিনের কোনো কালে
তবু জেনে নিই কোন রূপে যাব ওই পথে
সন্দেহ হয় যদি না ফিরি কোনো প্রাতে

এই কথা বললাম আমি প্রগাঢ় দীর্ঘশ্বাস
এই যুগে অথবা অন্য কোনো আলাদা যুগে
দুটি পথ গেছে বেঁকে কোন বনে
শুধু বৈষম্য এঁকে দিলো এই মনে।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

আমি থাকতে আসিনি

আমি এখানে থাকতে আসিনি,চলে যেতে এসেছি।আমি ভাণ্ডারী এক- দোকান পসারীযার যেমন মন চায় কিনে নিক-ডালা খুলে ধরেছি দানাপানি, নুন তেল

বাকি অংশ »

আমার এমনধারা শিক্ষক

গতকাল রাতে আমার শিক্ষক আমাকেদারিদ্র্যের সবক দিয়েছেন, বুঝিয়েছেনকীভাবে নিজেকে চাহিদা ও যোগানের বাইরে রাখা যায়। আমি জহরতের খনির ভিতর দাঁড়িয়ে

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »
Scroll to Top