সময়

সময়কে নিয়ে অনেক মজা দেখা গেল।
কখনও তাকে ইন্দ্রধনুর রঙে রাঙানো হল,
কখনও হাসিতে উছলে তোলা হল
বা চাপা কান্নায় কাঁপানো হল,
কখনও-বা তাকে হৃদয়ে হৃদয়ে
বাজানো হল।

সৌরভ বিষাদের আভা কৌতুক
উজ্জ্বল পথ ধ্যানের সুষমা ধূপছায়া,
কত রকম।

চোখ নাক কান খুলেই রাখো,
বোধহয় দৃশ্যের চূড়ান্তে আসা গেছে।
এবার সময়ের গলায় দাঁত বসেছে,
লোভের দাঁত।
দ্যাখো এবার কী হয়!

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

মধুবন্তী

আমাকে ছিঁড়ছেকুটিকুটি করে ছিঁড়ে ফেলছে মধুমন্তী,আমি শব্দ করতে পারছি নাআমার সব শব্দ গ্রাস করছে মধুমন্তী,শব্দের যন্ত্রনা এক সুখ থেকে আরেক

বাকি অংশ »

আর এক আরম্ভের জন্যে

আমি বিষের পাত্র ঠেলে দিয়েছিতুমি প্রসন্ন হও। আমি হাসি আর কান্নার পেছনে আমার প্রথম স্বপ্নকে ছুঁয়েছিতুমি প্রসন্ন হও। আমি অরণ্যের

বাকি অংশ »

স্বপ্ন দেখায়

আকাশে কোনোই আড়ম্বর নেইতবু এই মুহুর্তটা পেখম তুলে নাচেগুমট ভেঙ্গে ঠান্ডা হাওয়া ছড়ায়।বাহবা তো দিতেই হয়কেন না এই কুহকধুসর পর্দা

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »
Scroll to Top