অন্য জন্মে, আমিও কি? 

পড়ে ছিল চেরাগির মোড়ে,
ঝোপেঝাড়ে, রাস্তার বাঁ ঢালে;
পাশ কেটে চলে গেছি, তাই
বা অনুহ্য প্রশ্ন, যুগান্তরে;
এমন তো কিছুই ছিল না,
জাঁক করে বলি, বলা যায়;

বাতাসে বারুদ, হাঁসফাঁস,
মর্টারের শেল, অবিশ্রাম;
অন্ধকারে, চাটগাঁ স্টেশন,
ছেঁড়া, একখণ্ড হাত, দে দে;
কে কে, তীক্ষ্ণ বৈদ্যুতিক হা হা,
পাঁজরের, এ-পিঠ ও-পিঠ;
নিস্তব্ধতা, বেয়নেট ফলা,
জলচ্ছল, স্রোতের ধিক্কার;
ভোর হবে, কাকে বা দেখাই,
যে মুখ পুড়েছে অগ্নিদহে!

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

ক্ষেত মজুরের কাব্য




মুগর উঠছে মুগর নামছে

ভাঙছে মাটির ঢেলা,

আকাশে মেঘের সাথে সূর্যের

জমেছে মধুর খেলা।



 ভাঙতে ভাঙতে বিজন মাঠের

কুয়াশা গিয়েছে কেটে,

কখন শুকনো মাটির তৃষ্ণা

শিশির

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »
Scroll to Top