পড়ে ছিল চেরাগির মোড়ে,
ঝোপেঝাড়ে, রাস্তার বাঁ ঢালে;
পাশ কেটে চলে গেছি, তাই
বা অনুহ্য প্রশ্ন, যুগান্তরে;
এমন তো কিছুই ছিল না,
জাঁক করে বলি, বলা যায়;
বাতাসে বারুদ, হাঁসফাঁস,
মর্টারের শেল, অবিশ্রাম;
অন্ধকারে, চাটগাঁ স্টেশন,
ছেঁড়া, একখণ্ড হাত, দে দে;
কে কে, তীক্ষ্ণ বৈদ্যুতিক হা হা,
পাঁজরের, এ-পিঠ ও-পিঠ;
নিস্তব্ধতা, বেয়নেট ফলা,
জলচ্ছল, স্রোতের ধিক্কার;
ভোর হবে, কাকে বা দেখাই,
যে মুখ পুড়েছে অগ্নিদহে!