একুশ মানে

একুশ মানে, মায়ের ভাষা,
বোনের বুলি।
একুশ মানে, বাবার কথা,
গানের কলি।
একুশ মানে, রক্তে ভেজা,
দুঃখ ভরা দিন।
একুশ মানে, সুখ জাগানো,
হৃদয় গাথা বীন।
একুশ মানে,ভাষার টানে,
প্রভাত ফেরীর গান।
একুশ মানে, শহীদ ভাইয়ের,
রক্তে ভেজা বান।
একুশ মানে,গভীর রাতে,
মায়ের বুকের কষ্ট।
একুশ মানে,বাঁশির টানে,
মধুর বীনার সুর।
একুশ মানে,ডালে ডালে,
রক্তে রাঙ্গা, শিমুল পলাশ।
একুশ মানে,কঠিন বাঁধার,
কঠিন আঘাত।
একুশ মানে, ইচ্ছে মত,
স্বপ্ন বোনা।
একুশ মানে, দৃঢ় মনোবল,
সম্মুখে চলা।
একুশ মানে,দাদুর কাছে,
শহীদ ভাইয়ের, গল্প শুনা।
একুশ মানে, শিশুর মুখের,
মধুর বানী।
একুশ মানে, পাখির গানে,
মধুর ধ্বনী।
একুশ মানে,অগ্নিঝরা,
লালচে ফাগুন মাস।
একুশ মানে,উৎপীড়কের,
দারুন সর্বনাশ।
একুশ মানে, মুক্তির দূত,
বাংলা ভাষার গান।
একুশ মানে, তোমার আমার,
মায়ের ভাষার টান।

শেয়ার করুনঃ

প্রাসঙ্গিক

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

একুশে ফেব্রুয়ারি

একুশ আমার বোনের দুঃখমায়ের চোখের জল। একুশ আমার ভায়ের রক্তচির-সমুজ্জ্বল। একুশ আমার পিতার আক্রোশপুত্রের তাজা খুন। একুশ আমার অস্তিত্বের রথবাংলাদেশের

বাকি অংশ »

সাম্প্রতিক সংযোজন

বনভূমির ছায়া

কথা ছিল তিনদিন বাদেই আমরা পিকনিকে যাব,বনভূমির ভিতরে আরও গভীর নির্জন বনে আগুন ধরাব,আমাদের সব শীত ঢেকে দেবে সূর্যাস্তের বড়

বাকি অংশ »

খিড়কি

খিড়কি ছিল পাশের বাড়িরখিড়কি ছিল মনেরখিড়কি ছিল যখন তখনখিড়কি কিছুক্ষণের । খিড়কি ছিল পথের পাশেহলুদ গাঁদাফুলের,খিড়কি ছিল আকাশ ভরামেঘের কালোচুলের

বাকি অংশ »
Scroll to Top