ছিটকে পড়ে শিমুল-জবা
ছিটকে পড়ে খেলা
ছিটকে পড়ে ভাটিয়ালি
নদীর ছেলেবেলা–
ছিটকে পড়ে মদনমোহন
ছিটকে পড়ে খুলি
ছিটকে পড়ে নামতা-ভূগোল
ছুড়ল যখন গুলি
ভিজল বাতাস ডুবল আকাশ
বাংলা ভাষার গ্রাম–
আমার ভাইয়ের রক্ত দিয়ে
একুশ লিখিলাম।
একুশে ফেব্রুয়ারি
একুশ আমার বোনের দুঃখমায়ের চোখের জল। একুশ আমার ভায়ের রক্তচির-সমুজ্জ্বল। একুশ আমার পিতার আক্রোশপুত্রের তাজা খুন। একুশ আমার অস্তিত্বের রথবাংলাদেশের