প্রেমেন্দ্র মিত্র
ইস্তাহার
ধৈর্য ধরোএই সহরতলির ওপর একদিন কুয়াশা ছড়াবে রাত্রি।মুছে যাবে ওই নোংরা সর্পিল গলিআর ভীরু মিটমিটে বাতির পাহারা,উপছে পড়া ওই ডাস্টবিন,জংধরা
ইচ্ছে
এক যে ছিল তেপান্তরকরত কেবল ধু ধু।চাইলে একা থাকার দুঃখেএকটি নদী শুধু। একটি নদী ছোট্ট নদীকুলুকুলু বইবে,সাধ হলে তার সাথে
কথা
তারপরও কথা থাকে;বৃষ্টি হয়ে গেলে পরভিজে ঠাণ্ডা বাতাসের মাটি-মাখা গন্ধের মতনআবছায়া মেঘ মেঘ কথা;কে জানে তা কথা কিংবাকেঁপে ওঠা রঙিন
ফ্যান
নগরের পথে পথে দেখেছ অদ্ভুত এক জীবঠিক মানুষের মতোকিংবা ঠিক নয়,যেন তার ব্যঙ্গ-চিত্র বিদ্রূপ-বিকৃত !তবু তারা নড়ে চড়ে কথা বলে,
পাখিদের মন
নির্জন প্রান্তরে ঘুরে হঠাত্ কখন,হয়তো পেতেও পারি পাখিদের মন।আর শুধু মাটি নয় শ্স্য নয়,নয় শুধু ভার,আর-এক বিদ্রোহী ধিক্কার–পৃথিবী-পরাস্ত-করা উজ্জল উত্
কাগজ বিক্রী
হাঁকে ফিরিওলা— কাগজ বিক্রী,পুরানো কাগজ চাই!ঘরের কোণেতে সঞ্চিত যততাড়াগুলি হাতড়াই |পুরানো কাগজ চাই |বহুদিন ধরে জঞ্জাল বাড়েসের দরে বেচি তাই